ঈদের খুশি সবার মধ্যে ভাগ করে নিতে দুঃস্থদের​ মধ্যে​ বস্ত্র বিতরণ

0
130

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুরঃ

মাঝে আর কয়েকটা দিন, তার পরেই আসবে খুশির ঈদ-উল-ফিতর। দীর্ঘ একমাস ধরে রমজান মাসে রোজার রাখার শেষে হাজির হয় এই খুশীর উৎসব। এই খুশির উৎসবের মুখে শতাধিক দুঃস্থ অসহায় মানুষের মুখে খুশি ফোটাতে এগিয়ে এলো মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা স্পোর্টস একাডেমি ও নিউ চুয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাব। রবিবার সকালে স্থানীয় চুয়াডাঙ্গা হাইস্কুলে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে দুই সংস্থার পক্ষ থেকে আশেপাশের গ্রামের ১২৮ জন দুঃস্থ মানুষের হাতে শাড়ি, লুঙ্গি ও শিশুদের​ হাতে জামা তুলে দেওয়া হয়।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রতিনিধি মুকুল সামন্ত, সদর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণি ইসমাইল মল্লিক,বিদ‍্যুৎ কর্মাধ্যক্ষ প্রতাপ সাহা, পাঁচখুরী ৬/২ গ্রাম পঞ্চায়েত প্রধান সেক আব্দুল সাদেক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া , শিক্ষক দিব‍্যেন্দু সাহা, সমাজসেবী সেলিম মল্লিক, সমাজসেবী সব‍্যসাচী মন্ডল, নজরুল গুড়া প্রমুখ। এছাড়াও উভয় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্রাট বিশ্বাস, সম্রাট খাঁন, মসিরত খাঁন, ইসরাফুল বিশ্বাস,রাজ হোসেন, পারদীপ গায়েন, সাহেব খাঁন, ওয়াসিম আব্বাস খাঁন, তৌসিফ আহমেদ প্রমুখ।

নিজস্ব চিত্র

একাডেমির পক্ষে মসিরৎ খাঁন জানান বিগত বেশ কয়েকবছর ধরে তাঁরা এই কর্মসূচি করে আসছেন। উপস্থিত বিশিষ্ট ব‍্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে উদ‍্যোক্তা এই ধরনের সমাজসেবা মূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসার করার পাশাপাশি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। পাশাপাশি বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ভীতকে আরও মজবুত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here