রফিকুল ইসলাম, ইসলামপুর: ইসলামপুর নলবাটা এলাকায় এক রেশন ডিলারের বাড়িতে নোটিশ ঝুলিয়ে রেশনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো সরকারি আধিকারিকরা।
ঘটনাটি ঘটেছে ১৩ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার নলবাটা গ্রামে। এই ঘটনার পর পুলিশ ও আধিকারিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। জানা গিয়েছে এদিন নলবাটা গ্রামের রেশন ডিলার তার নিজবাড়ির গোডাউন থেকে অবৈধভাবে গোপনে বেশ কিছু বস্তা ভর্তি গম জনগনকে বন্টন না করে তা কালাবাজারি করে বিক্রি করে দেওয়ার সময় গাড়ি বোঝায় গমের বস্তা আটকে বসেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে এলাকা ছাড়া হন ডিলার। এই ঘটনা বিশাল রুপ নিলে খবর পেয়ে ঘটনা স্থলে হাজির চার গাড়ি পুলিশের বিশাল বাহীনি। তবে তাতে ও কোন কাজ হয়নি রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। সেই সময় রেশন দোকানের দিকে ডিলারের পরিবারের লোকজন কে দেখতে পেয়ে তাদের ওপর চড়াও হয় স্থানীয়রা। এদিনের এই কালাবাজারি ঘটনায় খাদ্য দফতরের আধিকারিকরা বিষয়টির তদন্ত করে সেই অভিযুক্ত ডিলারের দোকানটিকে সরকারি নোটিশ ঝুলিয়ে দোকানটা বন্ধ রাখার নির্দেশ দেন। যতোদিন এই দোকানটি বন্ধ থাকবে ততোদিন পার্শ্ববর্তী রেশনদোকান থেকে রেশন নেওয়ার কথা জানিয়েছেন আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584