দলীয় নির্দেশ অমান্য করে পচাগড়ের প্রধান হলেন কবিতা বর্মন

0
170

মনিরুল হক, কোচবিহারঃ

বোর্ড গঠন ঘিরে মাথভাঙায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আজ মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে দলীয় নির্দেশ অমান্য করে অন্য একজনকে প্রধান ও উপপ্রধান নির্বাচিত করা হয়।এর ফলে দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।তবে গোলমাল এড়াতে প্রচুর পুলিশ মাতায়েন করা হয়েছিলো এলাকায়।

নিজস্ব চিত্র

জানা গিয়েছে,এ দিন পচাগর গ্রাম পঞ্চায়েত এর ১৮ সদস্য পঞ্চায়েত সেখানে যান। এরপর প্রধান গঠন নিয়ে সেখানে মতবিরোধ শুরু হয় দু পক্ষের মধ্যে।এর মধ্যে ২ জন বিজেপি সদস্য ভোট দানে থেকে বিরত থাকেন।তৃনমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে প্রাধান হিসাবে দুর্গা মিশ্রের নাম পাঠানো হয়।কিন্তু সেখানে দলীয় নির্দেশ অমান্য করে প্রাক্তন প্রধান অতুল দাস গোষ্ঠীর পক্ষ থেকে প্রাধান হিসাবে নামের প্রাস্তাব দাওয়া হয়। ভোটাভুটিতে শুরু হলে ১১ -৫ ভোটে অতুল দাস জয়ী হয়। এরপরেই প্রাক্তন প্রধান উদয় সরকার ৫ জন সদস্য সহ বেরিয়ে আসে সেখান থেকে। এরপর অতুল দাস গোষ্ঠীর পক্ষ থেকে কবিতা বর্মণের নাম প্রাস্তাব করলে তা ধবনি ভোটে উপপ্রাধান নির্বাচিত হয় তিনি। এই নিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

নিজস্ব চিত্র

গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন নিয়ে এদিন দু পক্ষের প্রচুর লোক জমায়েত হয় পচাগড়ে। বোর্ড গঠন ঘিরে কঠোর পুলিশী নিরাপত্তার ব্যাবস্থা করা হয়।তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।পচাগড় অঞ্চলের সভাপতি তথা প্রাক্তন প্রধান উদয় সরকার বলেন,তাদের দলীয় প্রার্থীর নাম দেওয়া হয়েছিল কিন্তু অতুল গোষ্ঠী তা মেনে নেয়নি তারা দলীয় নির্দেশ মানেননি।দলীয় নির্দেশ না মানায় সেখান থেকে বেরিয়ে এসেছি।দলের জেলা সভাপতিকে বিষয়টি জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here