কলকাতায় শান্তি ফেরি করতে আসছে ক্রেজি নাইট লাইভ

0
140

নিজস্ব প্রতিবেদক,কলকাতাঃ

বিশ্বায়ন পরবর্তী যুগে মানুষের মনে জায়গা বিস্তার করেছে গতি, কেড়েছে শান্তি, বেড়েছে অবসাদ। অবসাদ কাটবার ফর্ম‌্যুলা নিয়ে এইবার কোলকাতায় চতুর্থ বার অনুষ্ঠিত হতে চলেছে ক্রেজি নাইট লাইভ। অর্থনৈতিক স্থিতিস্থাপকতার বিনিময়ে প্রাপ্ত মানসিক শান্তির সময় ফুরিয়েছে অনেক আগেই। বাজার অর্থনীতির সৌজন‌্যে এসেছে ভয়ানক প্রতিযোগীতা। সকল প্রতিযোগীই ছুটছে সুখ বা শান্তির খোঁজে। পারিবারিক শান্তি, সামাজিক শান্তি সর্বোপরি মানসিক শান্তির পরিসর কমছে ক্রমশ। দেশজোড়া বিভ্রান্তির ফাঁদে দিশাহারা মানব প্রবাহ ভুগছে অবসাদে। ভালো না থাকার ভিড় ক্রমশই বাড়ছে সমাজে। মানসিক ক্ষত’র ব‌্যাথায় আঙুল বোলাতে এইবার শান্তির সন্ধান মিলবে কোলকাতায় -ক্রেজি নাইট লাইভ এর মধ‌্য দিয়ে। পাঁচ ঘন্টা সময় এর বিনিময়ে সমস্ত মানুষকে মুক্ত আমন্ত্রণ জানিয়েছে Crazy Night Live – CNL।চতুর্থ অধ্যায় “peace festival” এ।
শান্তি বিষয়টাকে দেখা শোনা বা ছোঁয়া যায় না। কিন্তু বিষয়টির চাহিদা সব মানুষেরই জীবনে অফুরান। শান্তি খুঁজে নেওয়ার ক্ষেত্রও আলাদা সবার। যুগব‌্যাপী বিষাদ-বিবমিষার বাইরে বেরিয়ে অবসাদহীন জীবনের স্বাদ মানুষকে দিতে 2017 সালে কলকাতার রাস্তায় পথচলা শুরু করে ইউনিক মিডনাইট লাইভ সেশন ক্রেজি নাইট লাইভ – সি এন এল।
Episode – I, Bolly-Trip, Bong-Song নামে পূর্ববর্তী তিনটি এপিসোড করেই বেশ জনপ্রিয় হয়ে এই মাঝরাতের লাইভ সেশনটি।
TEAM-CNL জানিয়েছে এবারের episode – IV “peace festival” 5 ঘন্টার এক কমপ্লিট পিস প্রসেস যা সমস্ত মানুষের মধ্যে এনে দেবে শান্তি। বেশ কয়েকটি অধ‌্যায়ে সাজিয়েছেন তারা সমগ্র সেসনটিকেই। Music-Mime-Drama-Dance-stunts-talk about living in cooperation, peace, environment-Magic-Poetry এই সব নিয়ে তৈরী 5 ঘন্টার এই live cinematic festival শেখাবে অবসাদের বাইরে বাঁচা। তারা আরও জানিয়েছে সামনের অগাস্ট এ এই “peace festival” অনুষ্ঠিত হতে চলেছে তবে ফেস্টিভ্যালের তারিখ আর স্থান তারা জানাবেন ফেসবুক এবং ইন্স্টাগ্রামে তাদের পেজে।

ক্রেজি নাইট লাইভ এর ফেসবুক পেজ লিঙ্ক – https://www.facebook.com/MidnytOpenMusicTherapy
ক্রেজি নাইট লাইভ এর ইনস্টাগ্রাম লিঙ্ক – https:// www.instagram.com/crazynightlive

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here