সুদীপ পাল,বর্ধমানঃ
রাস্তার বেহাল অবস্থা। তার জেরেই বাস চালাতে চাইছেন না মালিক থেকে ড্রাইভার। প্রশাসনকে জানিয়েও রাস্তার হাল ফেরে না বলে অভিযোগ এলাকাবাসীর। গলসি থেকে শিকারপুর গ্রাম মোট রাস্তা ১৩ কিলোমিটার। তারমধ্যে খেতুড়া থেকে দরবারপুর যাবার রাস্তার বেহাল দশা। এই রাস্তায় চারটি বাস চলে। কিন্তু রাস্তার হাল দেখে কেউই আর বাস চালাতে রাজি হচ্ছেন না। কারণ প্রথমত বেহাল রাস্তায় যেকোন সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তার দায় কে নেবে বলে প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত এই রাস্তায় বাসের যন্ত্রাংশ বেশি দিন টিকছে না। তৃতীয়ত বেহাল রাস্তায় প্রায়ই লড়ি আটকে পড়ে ফলে সময় মত বাস চলাচল করতে পারে না।
বাস না চলার দরুণ সমস্যায় পড়ছে ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই। গত শুক্রবার গলসি ২নং বিডিও অফিসের কাছে বাসের চালকরা বাস নিয়ে এসে দাড় করিয়ে দিয়েছিলেন। বাসে বেশ কিছু ছাত্রছাত্রী ছিল যারা বেহাল রাস্তার কারনে সময় মত স্কুল যেতে পারেনি। গাড়ির চালক ও ছাত্রছাত্রী বিডিও সাথে কথা বলেন। বলেন। বিডিও সমস্যা সমাধানের আশ্বাসও দেন কিন্তু পড়ুয়াদের ও যাত্রীদের একাংশের বক্তব্য, বছরভর রাস্তা খারাপ দেখেও কেন প্রশাসন উদ্যোগ নিল না এই রাস্তা মেরামতির।
রাস্তা নিয়ে প্রশ্ন অনেক থাকলেও উত্তর একটাই ‘হচ্ছে,হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584