সরকারি নির্দেশিকা মেনেই রাজ্যে পালিত হল কুরবানী ইদ, টুইটারে শুভেচ্ছা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর

0
44

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা আবহের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই রাজ্যে পালিত হল ইদ-উজ-জোহা। কুরবানি ইদ নামেই বেশি পরিচিত এই উৎসব। শনিবার রাজ্যের মুসলিম নাগরিকরা মসজিদ কিংবা বাড়িতে প্রার্থনা করে দিন শুরু করেছেন। যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছিলেন সামাজিক দূরত্ব মেনে পরব উদযাপন করতে দেখা গিয়েছে তাঁদের। ১ আগস্ট থেকে দেশজুড়ে শুরু হয়েছে আনলক-৩।

Eid namaj | newsfront.co
প্রতীকী চিত্র

এই পরিবেশে রাজ্যেও কনটেইনমেন্ট জোনের বাইরে শিথিল হয়েছে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পালিত হল কুরবানি ইদ। করোনা পরিস্থিতির কারন এবছর প্রশাসনিক নজরদারি কড়া থাকায় রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই উৎসব নিয়ে তেমন উত্তেজনা চোখে পড়েনি।

কুরবানি ইদে টুইট করে শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল টুইটে লেখেন, “এই উৎসব আমাদের ধৈর্য, শান্তি ও সৌভ্রাতৃত্ব শিখিয়েছে। যেহেতু আমাদের সামনে এখন কোভিড বড় প্রতিবন্ধকতা। তাই নিরাপত্তা প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে উদযাপন করতে হবে।”

আরও পড়ুনঃ বন্ধ থাকবে নবান্ন

টুইট করে রাজ্যবাসীকে ইদ-উজ-জোহা শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেঙ্গল ইমাম সংগঠনের সভাপতি মহম্মদ ইহাইয়া বলেন, “রাজ্যের ২৬ হাজার মসজিদ কমিটির কাছে বার্তা পাঠানো হয়েছে। প্রতিবার সর্বাধিক ২৫ জনকে প্রার্থনার জন্য মসজিদে প্রবেশাধিকার দিতে হবে। তবে কনটেইনমেন্ট জোনে বন্ধ থাকবে মসজিদ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here