অতিমারি পরিস্থিতিতে রমজান, বাড়িই হোক মসজিদ, এড়িয়ে চলুন ভিড়

0
251

আসিকুল আলম

১. করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর জন্য মসজিদে আযান দেওয়া হচ্ছে এবং ইমাম-মোয়াজ্জিন সহ ৪-৫ জন মসজিদে নামাজ পড়ছেন। বাকি সব লোকেরা যে যার বাড়িতে নামাজ পড়ছেন। এই ধারা রমজান মাসেও বজায় রাখতে হবে।

২. সেহরি ও ইফতারের ব্যবস্থাপনা যেন সবাই বাড়িতেই করেন। ইফতার পার্টি ও দাওয়াত পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

৩. বাড়িতেই তারাবীহ নামাজ আদায় করতে হবে।

Ramjan prayers | newsfront.co

৪. রমজান মাসে যতদূর সম্ভব বাজারে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে ইফতারির সময়ের কেনাকাটার ভিড় থেকে বাঁচুন।

৫. মাহে রমজানে আত্মীয়-স্বজন, পড়শী ও দুঃস্থ অভাবী মানুষের দিকে বিশেষ করে নজর দিতে হবে। বেশি বেশি করে দান করতে হবে।

৬.দেশের নাগরিকদের সর্তকতা অবলম্বন করে সরকারি স্বাস্থ্য দপ্তর ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

৭. লকডাউনে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।

বাড়িকেই মসজিদ বানানোর যে সুযোগ আমরা এ রমজানে পেয়েছি তা যেন আমরা হাতছাড়া না করি।

(লেখক পেশায় শিক্ষক)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here