আসিকুল আলম
১. করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর জন্য মসজিদে আযান দেওয়া হচ্ছে এবং ইমাম-মোয়াজ্জিন সহ ৪-৫ জন মসজিদে নামাজ পড়ছেন। বাকি সব লোকেরা যে যার বাড়িতে নামাজ পড়ছেন। এই ধারা রমজান মাসেও বজায় রাখতে হবে।
২. সেহরি ও ইফতারের ব্যবস্থাপনা যেন সবাই বাড়িতেই করেন। ইফতার পার্টি ও দাওয়াত পুরোপুরি বন্ধ করে দিতে হবে।
৩. বাড়িতেই তারাবীহ নামাজ আদায় করতে হবে।
৪. রমজান মাসে যতদূর সম্ভব বাজারে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে ইফতারির সময়ের কেনাকাটার ভিড় থেকে বাঁচুন।
৫. মাহে রমজানে আত্মীয়-স্বজন, পড়শী ও দুঃস্থ অভাবী মানুষের দিকে বিশেষ করে নজর দিতে হবে। বেশি বেশি করে দান করতে হবে।
৬.দেশের নাগরিকদের সর্তকতা অবলম্বন করে সরকারি স্বাস্থ্য দপ্তর ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
৭. লকডাউনে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।
বাড়িকেই মসজিদ বানানোর যে সুযোগ আমরা এ রমজানে পেয়েছি তা যেন আমরা হাতছাড়া না করি।
(লেখক পেশায় শিক্ষক)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584