নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গঙ্গাদূষণ রোধ করতে পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ড। এনএমসিজি গত বছরও রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ডকে গঙ্গায় প্রতিমা বিসর্জন না করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অনুসরণ করা হয়নি।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের ফলে অনেকটাই পরিশ্রুত হয়েছে গঙ্গা,তাই গঙ্গার সেই পরিচ্ছন্নতা বজায় রাখতে দুর্গাপুজোর আগে আরও একবার তৎপর হল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক বোর্ড। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর প্রতিমা বিসর্জন এমনকী ছট পুজোতেও এবার গঙ্গার বদলে উত্তর কলকাতার পুকুরেই সমস্ত রীতি মানার কথা জানিয়েছে বোর্ড।
আরও পড়ুনঃ পুজোয় সরকারি অনুদান, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন নোবেলজয়ীর
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বুধবার বলেন যে এই সিদ্ধান্তের ফলে এইবছর বোর্ড দূষণ কমাতে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (এনএমসিজি)-এর শর্তও পূরণ করবে। গত বছরও এনএমসিজি রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ডকে গঙ্গায় প্রতিমা বিসর্জন না করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অনুসরণ করা হয়নি।
আরও পড়ুনঃ মহাষষ্ঠীর দিনে বাংলায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন মোদী
প্রতিমা বিসর্জন প্রসঙ্গে বোর্ড কর্তা বলেন, এই বছর দুটি পুকুরকে নির্দিষ্ট করা হয়েছে প্রতিমা বিসর্জনের জন্য।একটি লেক টাউনের দেবী ঘাট আরেকটি হল দমদমের চার নম্বর ট্যাঙ্ক।
তিনি আরও জানান, গত বছর নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ দূষণমুক্ত নিরঞ্জনের কাজটি সফলভাবে পরিচালন করেছিল। এই বছর, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এটি লেক টাউন এবং দমদম বাস্তবায়ন করবে। জলাধারগুলিকে ব্যারিকেড করা হবে। প্রতিমা এবং অন্যান্য কঠিন বর্জ্য পরে স্থানীয় পৌর কর্তৃপক্ষ পরিষ্কার করবে।
বৃহস্পতিবার ডব্লুবিপিসিবিও ঘোষণা করেছে যে করোনা অতিমারীজনিত কারণে এই বছর “গ্রিন পুজো অ্যাওয়ার্ড” অনুষ্ঠিত হবে না। ডব্লুবিপিসিবি সচিব রাজেশ কুমার জানান, এই বছর কোভিড -১৯ পরিস্থিতির কারণে এই অ্যাওয়ার্ড কর্মসূচি বাতিল করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584