নিজস্ব সংবাদদাতা, মালদাঃ বাগান থেকে আম চুরিতে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক বৃদ্ধা। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বৃদ্ধার ছেলেও। শনিবার সন্ধ্যায় মালদা জেলার রতুয়া থানার বাল্লুপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আশঙ্কা জনক অবস্থায় ওই বৃদ্ধাকে কলকাতায় পাঠানো হয়। ছেলে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধার নাম ভারতী ঘোষ(৬৫) ছেলে বিফল ঘোষ(৪৫) ।
তিনি পেশায় ভিন রাজ্যের শ্রমিক। জানা গিয়েছে গ্রামে তাদের পাঁচ বিঘা আম বাগান রয়েছে। অভিযোগ বেশ কিছুদিন ধরে প্রতিবেশি কয়েকজন রাতের অন্ধকারে বাগান থেকে আম চুরি শুরু করে। একদিন দেখে ফেলায় তাদের বারণ করেন বৃদ্ধা। কিন্তুু শনিবার রাতে ফের প্রতিবেশি দেবাশিষ ঘোষ ও তার দলবল আম চুরি করতে আসে। বাধা দেন ভারতী ঘোষ। সেই সময় অভিযুক্ত দেবাশিষ ও তার দলবল ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধার ডান হাতে গুরুতর আঘাত লাগে। মাকে বাঁচাতে ছুটে আসেন ছেলে বিফল ঘোষ। দুষ্কৃতিরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এই ঘটনায় তার দুটি হাত জখম হয়। তাদের চিৎকারে পরিবার ও প্রতিবেশিরা ছুটে আসলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কিন্তুু আঘাত গুরুতর থাকায় চিকিৎসকেরা তাদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ভারতী ঘোষের অবস্থা আশঙ্খাজনক থাকায় তাকে কলকাতা রেফার করেন চিকিৎসকেরা। ঘটনায় অভিযুক্ত দেবাশিষ ঘোষ সহ পাঁচ জনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584