মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৃণমূলের জলসত্র,পুলিশের উৎসাহ

0
87

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

to provide water bottle for madhyamik examiner by tmc
নিজস্ব চিত্র

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী সহ অভিভাবকদের জন্য জলছত্রের ব্যবস্থা নিল তৃণমূল ও যুব তৃণমূল কর্মী সর্মথকেরা । দক্ষিন চব্বিশ পরগনার একাধিক পরীক্ষা কেন্দ্রের পাশে সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে । প্রথম দিনে মথুরাপুর একনম্বর ব্লকের তৃণমূল ও যুব তৃনণমূলের সহযোগে জলছত্র করা হয় ।

to provide for madhyamik examinar by tmc
নিজস্ব চিত্র

কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের সামনে এমন কর্মযজ্ঞে অংশ নেন মথুরাপুর একনম্বর ব্লকের যুব সভাপতি বাপি হালদার ,ব্লকের তৃণমূল সভাপতি সুমন পুরকাইত ,ছিলেন জেলা তৃণমূল সেক্রেটারি ও অন্যান্যরা । ডায়মন্ড হারবার কেন্দ্র গুলিতে ছিল পুলিশি নিরাপত্তা ।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের লাগবেনা ভাড়া

to provide water bottle for madhyamik examiner by tmc
নিজস্ব চিত্র

যানযট মুক্ত ছিল কাকদ্বীপও । অপ্রিতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ছিল জোর কদমে । এছাড়াও আমতলা বজবজ সর্বত্র ছিল যানজট মুক্ত।পুলিশের পক্ষ থেকেও এদিন জলের বোতল, ফুল ও পেন দিয়ে পরীক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here