সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী সহ অভিভাবকদের জন্য জলছত্রের ব্যবস্থা নিল তৃণমূল ও যুব তৃণমূল কর্মী সর্মথকেরা । দক্ষিন চব্বিশ পরগনার একাধিক পরীক্ষা কেন্দ্রের পাশে সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে । প্রথম দিনে মথুরাপুর একনম্বর ব্লকের তৃণমূল ও যুব তৃনণমূলের সহযোগে জলছত্র করা হয় ।
কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের সামনে এমন কর্মযজ্ঞে অংশ নেন মথুরাপুর একনম্বর ব্লকের যুব সভাপতি বাপি হালদার ,ব্লকের তৃণমূল সভাপতি সুমন পুরকাইত ,ছিলেন জেলা তৃণমূল সেক্রেটারি ও অন্যান্যরা । ডায়মন্ড হারবার কেন্দ্র গুলিতে ছিল পুলিশি নিরাপত্তা ।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের লাগবেনা ভাড়া
যানযট মুক্ত ছিল কাকদ্বীপও । অপ্রিতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ছিল জোর কদমে । এছাড়াও আমতলা বজবজ সর্বত্র ছিল যানজট মুক্ত।পুলিশের পক্ষ থেকেও এদিন জলের বোতল, ফুল ও পেন দিয়ে পরীক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584