পথ সচেতনা বৃদ্ধিতে পথে নামল ক্লাব

0
89

সুদীপ পাল, বর্ধমানঃ

safe drive | newsfront.co
নিজস্ব চিত্র

বেড়ে চলেছে দুর্ঘটনার মাত্রা৷ আর সেই দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকে৷ রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ সতর্কতার পরও হুঁশ ফেরেনি অনেকের৷ তাই এবার পূর্ব বর্ধমান জেলার মানকরের ড. বি আর আম্বেদকর ক্লাবের সদস্যরা সচেতনতা বৃদ্ধিতে পথে নামল।

safe drive save life | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নারী সুরক্ষায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট-র ‘অভয়া অ্যাপ’

প্রথমে র‍্যালি তারপর একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷ সেই শিবিরে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, বুদবুদ থানার ওসি, মানকর পঞ্চায়েত প্রধান সহ আরও অনেকে৷

drive awareness | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন শিবির থেকে জানানো হয় দু’চাকা গাড়ি চালানোর সময় চালক ও আরোহী উভয়ে যেন হেলমেট পড়ে থাকে। চারচাকা গাড়ির ক্ষেত্রে সিট ব্যাল্ট লাগানো বাধ্যতামূলক।

এদিন মানকর-বুদবুদ সড়ক দিয়ে যাতায়াত করা দু’চাকা বা চার চাকা গাড়ি দাঁড় করিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সম্পর্কে জানানো হয়৷ দু’চাকা বাইকের অনেকেই হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন, তাঁদের হাতে গোলাপ তুলে দেয় ক্লাবের সদস্যরা৷ ক্লাব কর্তৃপক্ষের তরফে বুদ্ধদেব মন্ডল, খোকন সরকার প্রমুখরা বলেন, সময়ের থেকে জীবনের দাম বেশী৷ হাতে সময় নিয়ে সাবধানে গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে নিজেদের সুরক্ষিত থাকা যাবে।

জানা যায়, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের হাতে ক্র‍্যাচার তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here