সুদীপ পাল, বর্ধমানঃ
বেড়ে চলেছে দুর্ঘটনার মাত্রা৷ আর সেই দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকে৷ রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ সতর্কতার পরও হুঁশ ফেরেনি অনেকের৷ তাই এবার পূর্ব বর্ধমান জেলার মানকরের ড. বি আর আম্বেদকর ক্লাবের সদস্যরা সচেতনতা বৃদ্ধিতে পথে নামল।
আরও পড়ুনঃ নারী সুরক্ষায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট-র ‘অভয়া অ্যাপ’
প্রথমে র্যালি তারপর একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷ সেই শিবিরে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, বুদবুদ থানার ওসি, মানকর পঞ্চায়েত প্রধান সহ আরও অনেকে৷
এদিন শিবির থেকে জানানো হয় দু’চাকা গাড়ি চালানোর সময় চালক ও আরোহী উভয়ে যেন হেলমেট পড়ে থাকে। চারচাকা গাড়ির ক্ষেত্রে সিট ব্যাল্ট লাগানো বাধ্যতামূলক।
এদিন মানকর-বুদবুদ সড়ক দিয়ে যাতায়াত করা দু’চাকা বা চার চাকা গাড়ি দাঁড় করিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সম্পর্কে জানানো হয়৷ দু’চাকা বাইকের অনেকেই হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন, তাঁদের হাতে গোলাপ তুলে দেয় ক্লাবের সদস্যরা৷ ক্লাব কর্তৃপক্ষের তরফে বুদ্ধদেব মন্ডল, খোকন সরকার প্রমুখরা বলেন, সময়ের থেকে জীবনের দাম বেশী৷ হাতে সময় নিয়ে সাবধানে গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে নিজেদের সুরক্ষিত থাকা যাবে।
জানা যায়, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের হাতে ক্র্যাচার তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584