সন্তানকে বাঁচাতে কাঁটাতারের উপর দিয়ে বিমানবন্দরে ছুঁড়ে দিচ্ছেন মা, মর্মান্তিক দৃশের সাক্ষী রইল ব্রিটিশ সেনা

0
73

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে: টিভি নাইন

তালিবানরা কাবুল দখল করার পর থেকেই দেশ ছাড়ার আশায় হাজার হাজার আফগানবাসী ছুটছেন কাবুল বিমানবন্দরের দিকে। এই পরিস্থিতিতে তাঁদের আটকাতে তৎপর তালিবানরাও। শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করলেই তালিবানদের বন্দুকের মুখে পড়তে হচ্ছে তাঁদের। তাই ঝুঁকি নিতে পারছেন না কেউই।

আচমকা এই রাজনৈতিক পট পরিবর্তনে সে দেশের সাধারণ মানুষের যে কি পরিস্থিতি তার সাক্ষী রয়েছেন বিমানবন্দরে উপস্থিত সেনাবাহিনী। দেখা গিয়েছে মহিলারা বিমানবন্দরের কাছে এসে কাঁটাতারের ওপর থেকে বিমানবন্দরের ভিতর ছুঁড়ে দিচ্ছেন সন্তানদের। নিজেরা না বাঁচলেও অন্তত সন্তান যেন বেঁচে যায় তাই এই মরিয়া প্রচেষ্টা।

ব্রিটিশ সেনা বাহিনীর এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা তাঁর বাহিনীর যেসমস্ত অভিজ্ঞতা হচ্ছে, তা মর্মান্তিক। এক ব্রিটিশ সেনা জানালেন , ‘কাঁটাতারের ওপর দিয়ে বাবা মায়েরা ছুঁড়ে দিচ্ছেন শিশু সন্তানদের। কোন শিশু বিমানবন্দরের ঘেরাটোপে পড়ছে আবার কেউ আটকে যাচ্ছে ওই কাঁটাতারেই। এইসব মর্মান্তিক দৃশ্য দেখে চোখের জল ফেলছেন তাঁরাও। দিন কয়েক আগেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটা ছোট্ট বাক্সের মধ্যে পড়ে থাকতে দেখা গিয়েছিল ফুটফুটে এক নিঃসঙ্গ শিশুকে। কার সন্তান, কী ভাবে সেখানে এল, কেনই বা এভাবে পড়ে রয়েছে কোনও প্রশ্নেরই উত্তর নেই। অনুমান করা হচ্ছে, হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেই এই শিশুটি হারিয়ে যায়।

যদিও তালিবানরা বলেছে যে তারা নাকি নিজেদের ভাবমূর্তি পাল্টেছে, কিন্তু রবিবার কাবুল দখলের পর থেকেই আফগানবাসীর বাঁচার আপ্রাণ চেষ্টা ও তালিবানের নৈরাজ্যের চাক্ষুষ প্রমাণ মিলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, এক ব্যক্তি তালিবানদের হাত থেকে বাঁচতে বিমানবন্দরের উচু পাঁচিলে উঠে পড়েছেন। আর তখনই নীচেই বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা এক তালিবানি সরাসরি ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। কপাল জোরে ওই ব্যক্তির গা ছুঁয়ে বেরিয়ে যায় ওই গুলি। প্রাণ বাঁচাতে উচু পাঁচিল থেকেই নীচে ঝাঁপ দেন ওই ব্যক্তি। বিমানবন্দরের দরজার বাইরে থেকে ভেসে আসছে মহিলাদের কাতর আর্তনাদ, “ তালিবানদের হাত থেকে আমাদের বাঁচান।“ হৃদয়বিদারক এইসব দৃশের মুখোমুখি হচ্ছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here