বাঘ বাঁচানোর আহ্বান নিয়ে তেরো দেশের সফর কর্মসূচিতে ঝাড়গ্রামে সস্ত্রীক রথীন্দ্রনাথ

0
129

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

to protest tiger visit to thirteen countries
সস্ত্রীক রথীন্দ্রনাথ।নিজস্ব চিত্র

বাঘ বাঁচলে,জঙ্গল বাঁচবে। জঙ্গল বাঁচলে প্রাণিকুল ও মানুষ বাঁচবে।এমনই আবেদন নিয়ে বিশ্বের তেরোটি দেশে মোটর বাইক নিয়ে সচেতনতা সফরে বেরিয়েছেন কলকাতার সল্টলেকের বাসিন্দা পরিবেশকর্মী রথীন্দ্রনাথ দাস ও তাঁর স্ত্রী গীতাঞ্জলি দাস।শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রামে এলেন তাঁরা।রথীন্দ্রনাথবাবু জানালেন,গত ১৫ ফেব্রুয়ারি কলকাতার সেন্ট্রাল পার্ক থেকে যাত্রা শুরু করেছেন তাঁরা।ঝাড়গ্রাম থেকে বাঁশপাহাড়ি হয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে যাবেন সস্ত্রীক রথীন্দ্রনাথবাবু।

to protest tiger visit to thirteen countries
নিজস্ব চিত্র

সফর শুরু করেছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এলাকায়।ভারতের আরও বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া গ্রামের গ্রামের বাসিন্দাদের পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় সচেতন করবেন রথীন্দ্রনাথবাবু। এছাড়াও ২০২১ সালের মধ্যে মায়ানমার,থাইল্যান্ড,মালয়শিয়া,ইন্দোনেশিয়া,ভিয়েতনাম, কম্বোডিয়া,লাওস,চিন, রাশিয়া,নেপাল,ভুটান ও বাংলাদেশ যাবেন রথীন্দ্রনাথবাবু ও গীতাঞ্জলিদেবী।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে আন্তর্জাতিক ভাষা দিবস পালন

to protest tiger visit to thirteen countries
নিজস্ব চিত্র

সফরের বেশিরভাগটাই তাঁরা যাবেন বাইক চালিয়ে সড়কপথে। ইন্দোনেশিয়ার মতো কয়েকটি দেশে যাবেন জাহাজে।রাশিয়া থেকে নেপালে আসবেন প্লেনে।ওই সফরে তাদের বাইকও জাহাজ ও প্লেনে নিয়ে যাওয়া হবে।একটি মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা রথীন্দ্রনাথবাবুকে এই সচেতনতা-সফরের জন্য মোটরবাইক উপহার দিয়েছে।

এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ফেসবুকের বন্ধুদের সহযোগিতায় আর্থিক সহযোগিতায় তিনি এই সচেতনতা সফর কর্মসূচি করছেন বলে জানালেন রথীন্দ্রনাথবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here