বেআইনি মোরাম খনন বন্ধ করতে গিয়ে আক্রান্ত বনদপ্তরের আধিকারিকরা

0
58

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

to stop the illegal excavation affected forest officer
নিজস্ব চিত্র

বেআইনি ভাবে মোরাম ও বোল্ডার খনন বন্ধ করতে গিয়ে মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা।রবিবার বিকেলে নয়াগ্রামের কেশররেখা রেঞ্জের ডোকরা এলাকায় ঘটনাটি ঘটে।মারধরের ঘটনায় জখম হয়েছেন কেশররেখা রেঞ্জের রেঞ্জ অফিসার পার্থ দেবনাথ,বিট অফিসার পৃথ্বীনাথ সরেন ও দুই বনকর্মী।তাঁদেরকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয়।এদিন বিকেলে ডোকরা এলাকায় বেআইনি ভাবে মোরাম ও বোল্ডার তোলা হচ্ছিল।খবর পেয়ে কেশররেখা রেঞ্জের রেঞ্জ অফিসার পার্থ দেবনাথ ও বিট অফিসার পৃথ্বীনাথ সরেন সহ আরও দু’জন বনকর্মী ঘটনাস্থলে যান।

আরও পড়ুনঃ পরিত্যক্ত কয়লা খনিতে বেআইনী খননের ধ্বসে মৃত তিন

সেই সময় তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন দিয়ে বোল্ডার ও মোরাম তোলা হচ্ছিল।তারপরই বনদপ্তরের আধিকারিক ও কর্মীদের ব্যাপক লাথি ও ঘুষি মারা হয় বলে অভিযোগ।তাঁদেরকে ট্রাক্টর দিয়ে পিষে মারার চেষ্টাও করে বলে বনদপ্তরের অভিযোগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here