খাদ্যশস্য বাঁচাতে খোঁজ মৃত রেশন গ্রাহকদের! স্বাস্থ্য দফতরের সাহায্য নেবে খাদ্য দফতর

0
81

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বারবার বলা সত্ত্বেও মৃত রেশন গ্রাহকদের নামে রেশন তুলে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এমনকি ফোনে ওটিপিতেও কোনওভাবেই এই রেশন চুরি আটকানো যাচ্ছে না। এদিকে আগামী বছর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দিতে হলে এই রেশন চুরি না আটকালে পরে সমস্যা হতে পারে। সেই কারণেই যে সব রেশন গ্রাহক মারা গিয়েছেন, তাঁদের চিহ্নিত করতে এবার স্বাস্থ্য দফতরের সাহায্য নেবে খাদ্য দফতর।

ration dealer | newsfront.co
প্রতীকী চিত্র

প্রাথমিকভাবে ঠিক হয়েছে রাজ্যের প্রতিটি জেলা থেকে কলকাতার প্রতিটি বরো ভিত্তিক মৃত ব্যক্তিদের নামের তালিকা চাওয়া হবে। তা দেখেই সেই মৃত ব্যক্তিদের কার্ডগুলি অনলাইনে বাতিল করে দেওয়া হবে। এতে বিপুল পরিমাণ খাদ্যশস্য বাঁচানো যাবে বলে আশা খাদ্য দফতরের।

আরও পড়ুনঃ আলিপুর সেন্ট্রাল জেলে সেফ হোম করার চিন্তা রাজ্য প্রশাসনের

খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক বলেন, মৃত ব্যক্তিদের তালিকা যাতে নিয়মিত পাওয়া যায়, তার জন্য স্বাস্থ্য দফতরকে সহযোগিতা করতে বলা হয়েছে। সাধারণ নিয়ম হল, মৃতের পরিবার ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা করবেন। কিন্তু তা অনেকেই করতে চান না, যাতে মৃত্যুর পরেও মৃতের নামে খাদ্যশস্য তুলে নেওয়া যায়। প্রথমে পুরসভা ও পঞ্চায়েতের সাহায্য নিয়ে মৃতদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ ট্রেড লাইসেন্স এবার মিলবে অনলাইনেই! করোনা পরিস্থিতিতে ঘোষণা পুরসভার

কিন্তু অনেক পুরসভা ও পঞ্চায়েত এখন ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য রেশন কার্ড বাতিল করার নথি চাইছে। সেই কারণে এখন স্বাস্থ্য দপ্তর থেকে এ বিষয়টির সহযোগিতা পেলে সুবিধা হবে খাদ্য দপ্তরের, এমনটাই বলছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here