নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
এক হাজার চারাগাছ বিতরণের মাধ্যমে ১ কোটি বৃক্ষ রোপণের আনুষ্ঠানিক ঘোষণা করল মিশন গ্রীন ইউনিভার্স নামে একটি পরিবেশবাদী সংগঠন। এই কাজের মাধ্যমেই তারা নেতাজী সুভাস চন্দ্র বোসকে তাঁর ১২৩তম জন্ম দিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল।
আরও পড়ুন: মালদায় কয়েক লক্ষ টাকার জাল নোটসহ গ্ৰেফতার যুবক
সারগাছি রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় এক হাজারের ওপর ছাত্রছাত্রী,অভিভাবাক ও গুণিজন। ২০০ জন সংগ্রামী শিক্ষার্থীকে পুস্তক ও নেতাজীর প্রতিকৃতি উপহার দেওয়া হয়। প্রায় দুশো জন শিক্ষার্থী “গাছের ব্যথা শব্দে গাথা” এই থিমের উপর অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করে। বিজয়ীদের ট্রফি,নেতাজির চিত্র,সূর্যসেনা,পত্রিকা, পুস্তক ও একটি গাছের চারা দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশন পিটিটিআই কলেজের অধ্যক্ষ
শ্রী নীহার রঞ্জন আদক,সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার চক্রবর্তী,আফতাবুদ্দিন শেখ,সন্তোষ কুমার ঘোষ,উৎপল কুমার ঘোষ প্রমুখ। মিশন গ্রীন ইউনিভার্সের প্রতিষ্ঠাতা সম্পাদক পেশায় শিক্ষক অর্ধেন্দু বিশ্বাস বলেন,” শুধু গাছকে ভালোবেসে বিবেকের টানে যে এত মানুষ এসেছে, আমরা আশাবাদী এই পৃথিবীকে অবশ্যই সুস্থ ও সবুজ করতে সফল হবো। নেতাজীকে আজকের দিনে এটাই আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য.”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584