আজ রানি রাসমণিতে ফোরামের মহাসমাবেশ

0
441

আনিসুর রহমান,কোলকাতাঃ-

১২/১০/২০০৭-এর মাদ্রাসা সংক্রান্ত নোটিফিকেশনের সংশোধন সহ একগুচ্ছ দাবি নিয়ে রানি রাসমণি অ‍্যাভিনিউয়ে আজ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম আয়োজিত জনসভায় কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা সহ চাকুরী প্রার্থীরা জমায়েত করবেন বলে জানা গেছে। প্রথমে হাজরা মোড়ে জমায়েত হওয়ার কথা থাকলেও পরে স্হান পরিবর্তন করে রানি রাসমণি অ‍্যাভিনিউয়ে করা হয় বলে ফোরাম সূত্রে জানা গেছে।

২০০৭ সালের ১২ অক্টোবরের সরকারি নোটিফিকেশন- তৎকালীন মাদ্রাসা মন্ত্রী আব্দুস সাত্তারের গোয়ার্তুমির ফল। এরকম কানাঘুষো আলিমুদ্দিনের মুজাফফর ভবনেও শোনা যায়। এবিষয়ে প্রশ্ন করা হলে
সিপিআইএম সাংসদ মোঃ সেলিমও আকার ইঙ্গিতে সেটা স্বীকার করে নেন। সেই সরকারি নোটিফিকেশনের জন‍্যই আজ মাদ্রাসা সার্ভিস কমিশন উঠে যাওয়ার মুখে। সরকারি সাহায‍্যপ্রাপ্ত ৬১৪টি মাদ্রাসার নিয়োগ ক্ষমতা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সংশ্লিষ্ট ম‍্যানেজিং কমিটির হাতে আসার উপক্রম যে ম‍্যানেজিং কমিটির দূর্নীতি বারবার জন সমক্ষে এসেছে।

সঠিক অর্থে মাইনোরিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারাই আর্টিকেল ৩০এর সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু রাজ‍্যের মাদ্রাসাগুলোর ক্ষেত্রে এ নিয়ম খাটেনা বললেই চলে। তিন বছরের জন্য নির্বাচিত হয় বর্তমানে মাদ্রাসার ম‍্যানেজিং কমিটি ভোটের মাধ্যমে, পুরোপুরি রাজনৈতিক সংস্পর্শে। তাদের দায়বদ্ধতা নিয়ে বরাবরই প্রশ্ন আছে। এখন যদি তাদের হাতে নিয়োগ ক্ষমতা যার তাহলে দু-এক বছরের মধ্যেই এই প্রতিষ্ঠানগুলো উঠে যাওয়ার আশঙ্কা করেছেন শঙ্খ ঘোষ, মীরাতুন নাহারের, সর্দার আমজাদ আলীর মত বুদ্ধিজীবীগণ ফোরামের সভায় যোগ দেওয়া বিভিন্ন সংখ্যালঘু সংগঠন।

হাইকোর্ট, সুপ্রীমকোর্টে এই নিয়ে মামলাও হয়েছে। শুনানি চলছে, পরবর্তী শুনানি আগামী মাসের ১২ তারিখ। শুনানি পর্বে প্রশ্ন উঠেছে কিভাবে রাতারাতি ঐ নোটিফিকেশনের বলে রাজ‍্যের মাদ্রাসা গুলোর উপর সংখ্যালঘু তকমা জোর করে চাপিয়ে দিতে পারে সরকার; যার জন্য আজ মাদ্রাসা সার্ভিস কমিশন অবৈধ হওয়ার মুখে, শিক্ষকদের চাকরি সংকটে, বদলি আটকে, শূন‍্যপদ যেখানে প্রায় ৯০০০ সেখানে দীর্ঘদিন নিয়োগ আটকে থাকার পর নিয়োগ হল মাত্র ২০০০-এর আশেপাশে, মা-বাবার মৃত্যুজনিত কারণের চাকুরী আটকে,সর্বোপরি আট লক্ষ শিক্ষার্থীর শিক্ষাব‍্যবস্থা লাটে উঠেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here