পিনকন চিটফান্ড মামলার রায় ঘোষণা হল আজ

0
136

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বে-আইনি অর্থলগ্নি সংস্থা, পিনকন মামলার তমলুকে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে শনিবার এই মামলার রায় দেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক(৩) মৌ চট্টোপাধ্যায়। ২০ জন অভিযুক্তের মধ্যে ৮ জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের যাবজ্জীবন কারদণ্ড হয়।

mans | newsfront.co
অভিজিৎ রায়, আমানতকারী। নিজস্ব চিত্র

পাশাপাশি ঐ ৮ জনকে পাঁচ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। ১০ জনকে এই মামলায় বেকুসুর খালাস ঘোষণা করা হয়। বাকি ২ জনের মামলা চলাকালীন মৃত্যু হয়। বে-আইনি অর্থলগ্নি সংস্থা পিনকনে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন অনেকেই।

people | newsfront.co
অরিন্দম খাটুয়া, অভিযুক্ত পক্ষের আইনজীবী। নিজস্ব চিত্র

সেই সমস্ত ক্ষতিগ্রস্ত আমানতকারীদের একাংশ পিনকন সংস্থার বিরুদ্ধে খেজুরি থানায় ২০১৭ সালে অভিযোগ দায়ের করেন। ৪/১১/২০১৭ তারিখে রাজস্থান থেকে পিনকনের অন্যতম ডিরেক্টর মনোরঞ্জন রায় সহ কয়েকজনকে গ্রেফতার করে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স বা ডিইও-এর আধিকারিকরা।

persons | newsfront.co
বিভাস চ্যাটার্জি, সরকারি আইনজীবী। নিজস্ব চিত্র

একে একে মনোরঞ্জনের স্ত্রী সহ কুড়িজন ডিরেক্টরকে গ্রেফতার করে ডিইও। তমলুক জেলা দায়রা আদালতের অধীন অর্থনৈতিক অপরাধের বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। পরবর্তীকালে মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী রায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান।

আরও পড়ুনঃ জেলা কমিটি ঘোষণার পরেই সাংগঠনিক পদ থেকে ইস্তফা তৃণমূল বিধায়কের

বিচার পর্ব চলাকালীন দুই ডিরেক্টর মারাও যান। বিচারক পিনকনের সম্পত্তি বাজেয়াপ্ত করে পূর্ব মেদিনীপুর জেলার ১৫ হাজার আমানতকারীর ৪৪ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here