সবার কাছে ভরসা আজও দু’পয়সার প্রেস, মহুয়া মন্তব্যের প্রতিবাদে সরব টলিউড

0
170

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সাংবাদিকদের ‘দু পয়সার প্রেস’ উক্তি ক্ষেপণে প্রবল সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কিছু সংবাদ মাধ্যম তাঁকে বয়কট করেছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় খানিকটা ব্যাঙ্গাত্মক সুরে মাননীয়া সাংসদ ক্ষমাপ্রার্থী হয়েছেন। তবে, সাধারণ মানুষ কোনটা সত্যিকারের বিনয় আর কোনটা ব্যঙ্গ তা ভাল বোঝেন। সাংসদের এহেন উক্তিকে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন টলিউড ব্যক্তিত্বরা।

Rudraneel Ghosh | newsfront.co
রুদ্রনীল ঘোষ, অভিনেতা

অভিনেতা রুদ্রনীল ঘোষ নিজের সামাজিক মাধ্যমে মহুয়ার মৈত্রর উক্তির সমালোচনা করে লিখেছেন, “অহংকারের রোদচশমায় আঁধার হলেও দেশ সবার কাছে ভরসা আজও দু পয়সার প্রেস।”

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, “উপার্জনের ‘দু পয়সা’ তোলাবাজির ‘দু কোটি’র থেকে অনেক দামী।”

আরও পড়ুনঃ বিরল বিয়ে দেখছে টেলিদর্শক

Kamaleshwar Mukherjee | newsfront.co
কমলেশ্বর মুখোপাধ্যায়, পরিচালক-অভিনেতা- চিকিৎসক

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, “আজ আমি যতটুকু, তা আমার দক্ষতা, আমার কাছে আসা সুযোগ, আমার দর্শক এবং অবশ্যই সাংবাদিক ও সার্বিকভাবে মিডিয়ার দৌলতে। প্রতিটি পেশাদারি ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম থাকে। কিন্তু ব্যতিক্রম আইনের গুরুত্ব প্রমাণ করে। আমি সাংবাদিকদের ‘দু’পয়সার সাংবাদিক’ বলার তীব্র নিন্দা করছি।” (I am what I am today because of my skills, the opportunities that came my way, my audience and of course, the journalists and the MEDIA as a whole. In every professional field, there are a few exceptions. But again, exception proves the law. Right?
I strongly condemn calling journalists “Du poisar journalist”.)

Sudipta Chakraborty | newsfront.co
সুদীপ্তা চক্রবর্তী, অভিনেত্রী

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছেন- “গাছের ফল-ফুল-মালি কোনওটাকেই নেওয়া যাচ্ছে না। সাংবাদিকদের নির্লজ্জের মতো অপমান করার প্রবণতাকে ধিক্কার জানাচ্ছি।”

Jayjit Banerjee | newsfront.co
জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here