নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
সব বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পালিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়! সঙ্গে নিয়েছেন স্ত্রী শকুন্তলা বড়ুয়াকে। কি অবাক হলেন? তাহলে খোলসা করে বলা যাক। কথা হচ্ছে দেবের ‘টনিক’ -এর কথা। প্রকাশ্যে এল দেব অভিনীত ‘টনিক’-এর ট্রেলার। প্রায় দেড় বছর ধরে আটকে রয়েছে ছবির মুক্তি। অবশেষে জানা গেল সেই দিন, আগামী ২৪ ডিসেম্বর হলে আসতে চলেছে এই ছবি।
মুখ্য চরিত্রে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া। এছাড়াও রয়েছেন সুজন মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী এবং কনীনিকা বন্দোপাধ্যায়ও। ‘টনিক’ একপ্রকার ছোট বড় সকলের ইচ্ছে পূরণের গল্প। ‘নো প্যানিক, ওনলি টনিক’, এই বার্তার মাধ্যমেই এগোবে গল্প। পুরো ছবি জুড়ে থাকবে দেব-পরাণ এর মিষ্টি খুনসুটি।
আরও পড়ুনঃ ‘তোমার বাহুডোরেই যেন…’, বিবাহবিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন প্রিয়াঙ্কা
ছবির পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন। প্রযোজনায় অতনু রায়চৌধুরী এবং প্রণব কুমার গুহ, সহ প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিৎ গাঙ্গুলী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের কিছু মুহূর্ত দিয়ে একটি ভিডিও পোস্ট করেন দেব। অপেক্ষা আর মাত্র একমাসের, তারপরই দর্শকের সামনে হাজির হবে টনিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584