গ্রীষ্মের ছুটিতেই আসছে ‘টনিক’, বসন্তে পোস্টার লঞ্চ

0
399

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

Tonic | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

সম্প্রতি বিয়ের মরশুমে জনপ্রিয় অভিনেতা দেব-এর ফেসবুক পেজে ‘শুভ বিবাহ’ লেখা বিয়ের কার্ড-এর পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল।

Dev | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

অনেকেই এই পোস্টের কমেন্টে তাকে অভিনন্দন জানিয়েছিলেন আবার কেউ কেউ বলেছিলেন ঐ পোস্টটি হল দেবের নতুন সিনেমার প্রোমোশন। আসলে ঠিক কি ঘটতে চলেছে তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ টি-২০-র দুর্গাপুজোয় দর্শকদের ‘কিশমিশ’ উপহার দেবেন দেব

বিষয়টা আর কিছুই না, পোস্টটি আসলে অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘টনিক’কে ঘিরে ছিল। ১৫ই ফেব্রুয়ারি নন্দনে লঞ্চ হল বেঙ্গল টকিজ প্রযোজিত ‘টনিক’-এর পোস্টার।

Tanusri | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

এদিন ‘টনিক’-এর পোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অভিজিৎ সেন, দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, নীল মুখোপাধ্যায়, কনিনীকা ব্যানার্জী ও তনুশ্রী চক্রবর্তী সহ অন্যান্যরা।

Tonic release | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দেব, তনুশ্রী চক্রবর্তী, কনিনীকা ব্যানার্জী, নীল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। ছবির গল্প নিয়ে এখনই কিছু বলতে নারাজ ছবির কলাকুশলীরা।

Kaninika | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

তবে গ্রীষ্মের ছুটিতে সত্যিই যে মন ভালো করার ‘টনিক’ আসছে তা বলাই যায়। প্রতিটি মানুষের জীবনেই একাধিক ইচ্ছে থাকে। সেই ইচ্ছাপূরণের গল্প নিয়েই আসছে ‘টনিক’। এই গল্পে যার যা ইচ্ছা সে নিজেই নিজের মতো করে তার ইচ্ছাপূরণ করবে।

team of Tonic | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাডভেঞ্চার স্পোর্টসও দেখা যাবে ছবিতে। আর সেইসব দৃশ্যের শুটিং করতে টিম ‘টনিক’ পৌঁছে গিয়েছিল দার্জিলিং, ডেলো, কালিম্পং ও উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে।

tonic team | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

টনিকের ডোজে শরীর সুস্থ হয় তা সকলেরই জানা তবে ‘টনিক’ ইচ্ছাপূরণ করবে কিভাবে? তা জানতে হলে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

Dev and Tanusri | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

৮ই মে বড়পর্দায় মুক্তি পাবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর সহযোগীতায় অতনু রায়চৌধুরী নিবেদিত ও অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘টনিক’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here