নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শিল্পীরা কাজের স্বীকৃতি চান। আর এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন গুজরান তাতে এক মঞ্চে জমায়েত হয়ে কবে আবার রঙিন হয়ে উঠবে চলচ্চিত্র সম্মান উৎসব তা জানা নেই কারোরই। আর তাই ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড-এর আয়োজন করে ‘ফেম ফ্যাশন অ্যান্ড ডিজিটাল এক্সেলেন্স’ এবং ‘হেলো’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস’।
কথা ছিল ‘হেলো অ্যাপ’-এ ৫ থেকে ১৫ জুলাই দেখানো হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভোটিং- এর ব্যবস্থাও করা হয়েছিল সেই অ্যাপে। তবে, ভারত সরকার চিনে অ্যাপ ‘হেলো’-কে বাতিল করেছে। ফলত, পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন সিনেপ্রেমী নাগরিক। কিন্তু কাজ তো বাকি পড়ে থাকতে পারে না। প্রাপকরা পেয়ে গেলেন তাঁদের প্রাপ্য যোগ্য সম্মান।
শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘সোয়েটার’ ছবির ‘প্রেমে পড়া বারণ’ গানের কথার জন্য ‘বেস্ট লিরিক্স জুরি অ্যাওয়ার্ড’ পেলেন রণজয় ভট্টাচার্য।
‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্টর’- হিসেবে সমালোচকদের বিচারে পুরষ্কৃত হলেন সুদীপ্তা চক্রবর্তী।
‘বেস্ট ফিল্ম জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘গোত্র’। সমালোচকদের বিচারে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার পেয়েছেন ‘মিতিন মাসি’র জন্য কোয়েল মল্লিক। ‘গুমনামী’ ছবির জন্য সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন সৃজিত মুখার্জি। সমালোচকদের বিচারে ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন কৌশিক গাঙ্গুলি। সমালোচকদের বিচারে সেরা ছবির পুরস্কার পেল ইন্দ্রদীপ দাশগুপ্ত’র’কেদারা’।
‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে নেগেটিভ রোলের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘গুমনামী’ ছবিতে পার্শ্ব চরিত্রের জন্য ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্টর’-এর পুরস্কার পেলেন তনুশ্রী চক্রবর্তী। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ ছবির জন্য বেস্ট প্লে ব্যাক সিঙ্গারের সম্মান পেলেন শ্রেয়া ঘোষাল, ‘বেস্ট মিউজিক ডিরেক্টর’ -এর সম্মান পেলেন অর্কপ্রভ মুখার্জি। ‘বরুণ বাবুর বন্ধু’ ছবির জন্য ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্টর’-এর সম্মান পেলেন পরান বন্দ্যোপাধ্যায়।
‘ভিঞ্চিদা’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ পেলেন রুদ্রনীল ঘোষ। ‘বিবাহ অভিযান’ ছবিতে অসামান্য কমিক রোলের জন্য পুরষ্কৃত হয়েছেন অঙ্কুশ হাজরা। ‘জেষ্ঠ্যপুত্র’ ছবিতে ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ‘-এর জন্য সম্মানিত ঋত্বিক চক্রবর্তী। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির কারণে ‘নিউ এজ ওম্যান অফ দ্য ইয়ার’-এর পুরস্কার পেলেন ঋতাভরী চক্রবর্তী।
‘গুমনামী’ ছবিতে প্রোডাকশন ডিজাইনার শিবাজি পাল পেয়েছেন ‘বেস্ট প্রোডাকশন ডিজাইনার অ্যাওয়ার্ড’। কণ্ঠ ছবির জন্য ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেলেন জয়া এহসান। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে সু-অভিনয়ের জন্য ‘প্রমিসিং ট্যালেন্ট (তাপস পাল মেমোরিয়াল)’-এর সম্মান পেলেন সোহম মজুমদার। ‘দ্বিতীয় পুরুষ’ ছবির জন্য ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেলেন অনির্বাণ ভট্টাচার্য।
‘মিতিন মাসি’ ছবিতে ক্যারেক্টার রোলে অসামান্য অভিনয়ের জন্য পুরষ্কৃত হলেন বিনয় পাঠক। ‘হটশট ডিরেক্টর অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার’ পেলেন ধ্রুব ব্যানার্জি, ছবি ‘দুর্গেশগড়ের গুপ্তধন’।
‘ভিঞ্চিদা’ ছবির অসামান্য চিত্রনাট্যের জন্য ‘বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড’ পেলেন সৃজিত মুখার্জি। ‘জেষ্ঠ্যপুত্র’ ছবি সম্পাদনার জন্য সেরা এডিটরের পুরস্কার পেলেন শুভজিত সিংহ। ‘কেদারা’ ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার পেলেন শুভঙ্কর ভড়। ‘ও টি টি মোস্ট প্রমিসিং ফেস’-এর সম্মান পেলেন সৌরভ দাস। ‘মিতিন মাসি’ ছবির জন্য ‘বেস্ট সাউন্ড ডিজাইনার’-এর অ্যাওয়ার্ড পেলেন অনিন্দিত রায় এবং অদীপ সিং মনকি।
‘গুমনামী’ ছবির জন্য ‘বেস্ট মেক আপ জুরি অ্যাওয়ার্ড ‘ পেলেন সোমনাথ কুণ্ডু। ‘গোত্র’ ছবিতে ‘রঙ্গবতী’ গানের জন্য ‘বেস্ট সং জুরি অ্যাওয়ার্ড’ পেলেন সুরজিত চ্যাটার্জি এবং ইমন চক্রবর্তী।
‘হেলো ভিউয়ার্স চয়েজ’ অনুযায়ী সেরা দুই অভিনেতার পুরস্কার পেলেন শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) এবং জিত (অসুর)। ‘হেলো ভিউয়ার্স চয়েজ’ অনুযায়ী সেরা ছবির পুরস্কার পেল ‘পরিণীতা’।
‘হেলো ভিউয়ার্স চয়েজ’ অনুযায়ী ‘পরিণীতা’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন রাজ চক্রবর্তী। ‘হেলো ভিউয়ার্স চয়েজ’ অনুযায়ী ‘পরিণীতা’র জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন অর্কপ্রভ মুখার্জি।
‘হেলো ভিউয়ার্স চয়েজ’ অনুযায়ী সেরা দুই সঙ্গীত শিল্পীর পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল (পরিণীতা) এবং অরিজিত সিং (দ্বিতীয় পুরুষ)।
সেরাদের বেছে নেওয়ার দায়িত্বে ছিলেন গৌতম ঘোষ, গৌতম ভট্টাচার্য, প্রভাত রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584