শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ

0
80

সুদীপ পাল,বর্ধমানঃ

নবগঠিত জেলা পশ্চিম বর্ধমান।একশো দিনের প্রকল্পে গত বছরের তুলনায় কর্মদিবস তৈরিতে এগিয়ে থাকলেও এবার প্রকল্পের সার্বিক ফলে পশ্চিম বর্ধমানের স্থান রাজ্যে তৃতীয়।গতবার কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতায় মনোনীত হওয়া রাজ্যের ছ’টি জেলার মধ্যে ছিল পশ্চিম বর্ধমান।এবার এরই মাঝে প্রকল্পের কাজ না পাওয়ার অভিযোগও উঠছে। পশ্চিম বর্ধমানের আটটি ব্লকের ৮৩৩টি গ্রাম সংসদে একশো দিনের প্রকল্পের কাজ চলছে।এবছর এখনও পর্যন্ত সেই সংখ্যাটা মোটে ২৭ লক্ষ ১৭ হাজার ১২০টি। পুকুর খনন করে মাছ চাষ, পুকুর পাড়ে ফলের বাগান গড়া সবই প্রকল্পের অন্তর্ভুক্ত। জেলার কাঁকসা ও দুর্গাপুর-ফরিদপুরে ব্লক কর্মদিবসের সংখ্যা এ পর্যন্ত যথাক্রমে ১০ লক্ষ ৪৮ হাজার ৪৮৯টি এবং ৫ লক্ষ ৪৭ হাজার ৬৭৮টি। দুর্গাপুর-ফরিদপুরে সবথেকে বেশি ৫১ হাজার ১০৭টি পরিবার কাজ পেয়েছে। তবে একই সাথে কাজ চেয়েও না মেলার অভিযোগ করেছেন ধোবারুর বাসিন্দারা। প্রকল্পের জেলা নোডাল আধিকারিক মানস পান্ডা গত বারের চেয়ে অনেক বেশি কর্মদিবস তৈরি করা সম্ভব হয়েছে এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করছেন।

আরও পড়ুন: প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here