নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে ডাইনি অপবাদে এক শবর মহিলাকে নৃশংসভাবে অত্যাচারের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে।
অভিযোগ, ওই বিজেপি নেতা ও তাঁর দলবল চম্পা আড়ি নামে ওই বিধবাকে গরম রডের ছ্যাঁকা দেন। চম্পা আড়ির পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
বৃদ্ধার ছেলে সুশীল আড়ি থানায় যে অভিযোগ করেছেন তার বয়ান অনুযায়ী, ৮ মার্চ সন্ধ্যায় মহিমনিশ্চিন্তার বাগমারী গ্রামের রবীন্দ্রনাথ হাঁসদা বাড়িতে এসে তাঁর মা চম্পা হাঁসদাকে চুলের মুঠি ধরে নিজের বাড়িতে নিয়ে যান।
আরও পড়ুনঃ রবীন্দ্রভারতী কাণ্ডে বহিরাগত যোগ খতিয়ে দেখতে বিশেষ দল গঠন লালবাজারের
সেখানে রবীন্দ্রনাথের স্ত্রী দুলালি হাঁসদা মুর্মু ও শাশুড়ি তাঁর হাত-পা চেপে ধরেন এবং শরীরের বিভিন্ন অংশে লোহার রড দিয়ে ছ্যাঁকা দিতে থাকেন রবীন্দ্রনাথ। এই ঘটনা প্রকাশ করলে তাঁকে পুড়িয়ে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। তাই ঘটনার পর থেকে বাড়িতেই ছিলেন চম্পা।
বৃদ্ধা আদিবাসী মহিলার উপরে বর্বর অত্যাচারের নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ,“আদিবাসী শবর মহিলার উপরে নারকীয় অত্যাচার করা হয়েছে। ভাবতে অবাক লাগে যে, আজকের দিনেও ডাইনি অপবাদ দিয়ে সহজ-সরল মহিলাকে অত্যাচার করা হয়েছে। লোহার রড গরম করে সারা গায়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। প্রশাসনকে আমরা বলেছি যাতে অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584