শ্রীময়ীর জীবনে বসন্তের হাওয়া নিয়ে হাজির রোহিত সেন

0
7064

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘শ্রীময়ী’ ধারাবাহিকে রোহিত সেনের চরিত্রে কে আসছেন তা নিয়ে অনেকদিন আগে থেকেই চলছিল জল্পনা। এমনও ভাবা হয়েছিল এই চরিত্রে আসতে পারেন সাহেব চট্টোপাধ্যায়।

Tota Roy | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

অবশেষে সব জল্পনার অবসান। সম্প্রতি সামনে এসেছে নতুন প্রোমো। প্রোমো জানান দিল রোহিত সেনের চরিত্রে আসছেন টোটা রায়চৌধুরী।

Sreemoyee | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘তারানাথ তান্ত্রিক’-এর পর টোটার এটি টেলিভিশনের বড় কামব্যাক। এর আগে স্টার জলসারই ‘অলৌকিক না লৌকিক’ সিরিজের একটি গল্পে দেখা গিয়েছিল তাঁকে। এবার বেশ অনেকদিনের ট্র‍্যাকে তাঁকে দেখবেন দর্শক- এমনটাই কথা।

আরও পড়ুনঃ টিভির পর্দায় ‘ক্ষীরের পুতুল’

কদিন আগেই শেষ হয়েছে সৃজিতের ‘ফেলুদা ফেরত’-এর কাজ। ফলে টোটা এখন একটু হালকা চাপেই আছেন। আর এই সময়েই শ্রীময়ীর জীবনে ফের বসন্ত ঢেলে দিতে তাঁকে নিয়ে আসছে চ্যানেল।

ছোটপর্দায় খুব বেশি কাজ নেই টোটার। তবে যেটুকু করেছেন তাতেই বাজিমাত করেছেন। ঋষি কৌশিক এবং অপরাজিতা ঘোষ দাসের জুটিতে তৈরি ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে দেখা যায় তাঁকে বেশ বড় একটি রোলে।

এবার আরও একবার এক গুরুত্বপূর্ণ রোলে আসছেন টোটা। কথা আছে রোহিত সেন পাল্টে দেবে তার জীবন। এই রোহিত সেন নাকি শ্রীময়ীকে ভালোবাসত কলেজ জীবনে? এবার কি তা হলে পুরনো ভাললাগা পাবে কোনও পরিণতি? সময় বলবে সেই কথা।

‘শ্রীময়ী’ সম্প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধে ৭ টায় স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here