সংক্রমণে সেঞ্চুরি, সুস্থতায় হাফসেঞ্চুরির রেকর্ড কলকাতা পুলিশে

0
51

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিশ্বজোড়া মহামারীতে সংক্রামিত হয়েছেন প্রায় সকলেই। আর সংক্রমণের নিশানায় পড়তে হয়েছে কলকাতা পুলিশকর্মীদেরও। একই সঙ্গে সংক্রামিত হওয়ার পরেও সংস্পর্শে থাকা সহকর্মীদের কোয়ারেন্টাইনে না পাঠানোয় এবং ডিউটি থেকে ছাড় না দেওয়ায় বার বার বিক্ষোভের সঞ্চার হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যেই। এর মধ্যেই নতুন তথ্য প্রকাশ করল লালবাজার। জানা গিয়েছে, লকডাউন ঘোষণার ৬৬ দিনে শনিবার রাত পর্যন্ত মোট ১০০ জন পুলিশকর্মী করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন। তবে ইতিমধ্যেই ৫০ এর বেশি পুলিশকর্মী সুস্থ হয়ে কাজে যোগও দিয়েছেন।

kolkata police | newsfront.co
প্রতীকী চিত্র

শুরুটা হয়েছিল বড়তলা থানার এক কনস্টেবলকে দিয়ে, তারপর গার্ডেনরিচ থানার ওসি, তারপর প্রগতি ময়দান, পার্কস্ট্রিট, বৌবাজার থেকে শুরু করে শহরে একের পর এক পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাস সংক্রমণে। প্রায় রোজ দিনই লাফিয়ে বেড়েছে কলকাতা পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাতে নিউ মার্কেট থানার এক সাব ইনস্পেক্টর সংক্রমণ পজিটিভ হতেই সেঞ্চুরি সম্পূর্ণ করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে করোনায় আক্রান্ত এক বছরের শিশু

তবে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সেঞ্চুরি হাঁকানো যদি উদ্বেগের কারণ হয় , তবে স্বস্তির কারণও রয়েছে । এদিন পর্যন্ত আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে ৫০ জন সুস্থ হয়েছেন। সুস্থতায় হাফ সেঞ্চুরিও করেছে কলকাতা পুলিশ। সুস্থতার হারও যথেষ্ট ভালো থাকায় মনোবল চাঙ্গা রাখার কারণ খুঁজে পাচ্ছেন পুলিশকর্মীদের একাংশ ।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসুর আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন

এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করার দিকেই পরামর্শ দিচ্ছে লালবাজার । পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন, প্রত্যেক পুলিশকর্মী যেন মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ডিউটি করেন । প্রয়োজনে পিপিই পরতেও বলা হয়েছে । পুলিশ কমিশনার বলেছেন , থানা গুলিকে নিয়মিত স্যানিটাইজ করতে হবে ।

পুলিশকর্মীদের ব্যারাকও রোজ স্যানিটাইজ করতে হবে । থানার ক্যান্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।প্রত্যেক পুলিশকর্মীকে নিয়মিত শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতে হবে থার্মাল স্ক্যানার দিয়ে। কন্টেইনমেন্ট জোন, হটস্পট এলাকাগুলিতে যে পুলিশকর্মীরা ডিউটি করবেন , তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের কোর্স করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সব জায়গায় পুলিশ কমিশনার নির্দেশমতো তা মানা হচ্ছে না বলেই অভিযোগ নিচুতলার পুলিশ কর্মীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here