ওয়েব ডেস্ক, দিল্লিঃ
ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে সরকারি কোষাগারের খরচ হয়েছে ৫১৮ কোটি টাকা। মোদীর বিদেশ সফর ঘিরে বিরোধীদের বহু প্রশ্ন ছিল এই বিষয়টি নিয়ে যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে কত টাকা খরচ হয়েছে। অসংখ্য আরটিআই হয়েছে এই তথ্য জানতে।
মঙ্গলবার রাজ্যসভায় ২০১৫ সাল থেকে নরেন্দ্র মোদীর বিদেশ সফরে কত টাকা খরচ হয়েছে তার একটি পরিসংখ্যান পেশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ রাজ্যসভায় এদিন জানান, ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত ৫৮টি দেশে সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বিদেশ সফরে খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা।
আরও পড়ুনঃ বিচ্ছেদ আসন্ন, টাটা গ্রুপ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চলেছে মিস্ত্রি পরিবার
মুরলীধরণ জানিয়েছেন, এর মধ্যে পাঁচবার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনে সফর করেছেন। আর বেশ কয়েকবার সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর এই পর্যন্ত শেষ সফর ছিল ২০১৯ সালে ১৩-১৪ নভেম্বর ব্রাজিলে, সেখানে ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর এই দেশগুলিতে সফরের ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলির আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বেড়েছে। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষাও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে এই দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে।
আরও পড়ুনঃ মহিলা পাইলটরাও এবার রাফাল চালাবেন
তিনি বলেন, এর ফলে ভারতের জাতীয় উন্নয়নের জন্য আর্থিক বৃদ্ধি ও দেশের মানুষের শ্রীবৃদ্ধি হয়েছে। এটি একেবারেই কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত মত।
এদিন, কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরনকে প্রশ্ন করা হয়েছিল, সরকার কি এটা জানে যে নেপালও চিনের সঙ্গে বেশ কিছু বাণিজ্য চুক্তি হয়েছে গত কয়েক বছরে, যাতে নেপালে নিজের ক্ষেত্রে ভারত নির্ভরতা কমাতে পারে। উত্তরে তিনি জানান, নয়াদিল্লির সঙ্গে কাঠমান্ডুর সম্পর্ক নিজস্ব অবস্থানেই রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584