নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চলে প্রায় সাতশো জন বাম- কং – বিজেপি কর্মী সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এদিন ঘোষপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিজামুউদ্দিন মন্ডলের নেতৃত্বে এবং জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক ও জলঙ্গি ব্লক সভাপতি রাকিবুল ইসলাম রকির হাত ধরে বাম কং বিজেপি কর্মী সমর্থকরা কর্মীসভার মধ্য দিয়ে যোগদান করলেন।
এদিনের সভামঞ্চ থেকে একজন কর্মী জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়েছেন, তার এই কর্মকাণ্ডে তার উন্নয়নে শামিল হতে আজকের এই যোগদান।’
আরও পড়ুনঃ উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন খড়্গপুরের বিধায়ক
বিধায়ক আব্দুর রাজ্জাক ও ব্লক সভাপতি রাকিবুল ইসলাম রকি জানান, ‘বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য কয়েক মাস আগে থেকে যোগাযোগ করা হয়েছিল। তবে লকডাউনের ফলে যোগদান সভা বন্ধ হলেও শেষমেষ আজ সফল হল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584