নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ আগস্ট মাসের চতুর্থ সম্পূর্ণ লক ডাউন ৷ সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদেও চলছে সম্পূর্ণ লক ডাউন ৷ সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে চলছে পুলিশের টহল দারি ৷ বাইরে বের হওয়া মানুষদের কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে লক ডাউন চলাকালীন বাইরে বেরিয়েছে, বিশেষ কারণের জন্য ছাড়া হচ্ছে নাহলে আটক করা হচ্ছে বলে সূত্রের খবর ৷
যদিও সকালের দিকে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে সাধারণ মানুষদের বসে থাকতে দেখা গিয়েছিল যদিও সেটা ক্ষণিকের জন্য৷ খবর পেতে পুলিশ এসে সব উঠিয়ে দিয়েছে।
বহরমপুর ,সাগর দিঘী,সামশেরগঞ্জ,রঘুনাথ গঞ্জ,রানিতোলা,থেকে শুরু করে ডোমকল জলঙ্গি ও সাগরপাড়া থানায় একই ছবি দেখা গেছে ৷ শুনশান রাস্তা ঘাট, দোকান বন্ধ সকল জায় গায়।
আরও পড়ুনঃ লকডাউন অমান্যকারী ১৮৩ জনকে গ্রেফতার, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের
তবে এই বৃষ্টির দিনে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয় ।যেখানে জেলায় বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে সেখানে তারা কড়া নজরদারির সঙ্গে কর্তব্য পালনে বদ্ধপরিকর ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584