সংক্রমণ ঠেকাতে সপ্তাহে দু’দিন করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন

0
311

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যের বেশ কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে স্বীকার করলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আর তার জেরে করোনা সংক্রমণের উর্ধ্বগামী শৃঙ্খল ভাঙতে এবার থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে পশ্চিমবঙ্গে পুরো লকডাউন হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার। চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার আর আগামী সপ্তাহে আপাতত বুধবারকে লকডাউনের জন্য স্থির করা হয়েছে। ওই সপ্তাহে পরবর্তী লকডাউনের দিন পরে ঘোষণা করা হবে।

Lockdown again | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, রবিবারই জেলা প্রশাসন এবং পুলিশকর্তাদের উপরেই আপাতত লকডাউন-নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দিয়েছিল রাজ্য সরকার। রবিবার এই মর্মে সব জেলাশাসক, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। কিন্তু জেলা ভিত্তিক পৃথক লকডাউন ছাড়াও রাজ্যে সার্বিক লকডাউনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও সিদ্ধান্ত নবান্নের শীর্ষমহলের।

তার ফলেই সাপ্তাহিক দু’দিন লকডাউনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এর আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ও ওড়িশায় নবীন পট্টনায়েক সরকারও সপ্তাহে দু’দিন লকডাউন জারি করেছে। যদিও ওড়িশা, উত্তরপ্রদেশ দুই রাজ্যেই শনি ও রবিবার লকডাউন হচ্ছে। কিন্তু বাংলায় কাজের দিনেই লকডাউন ঘোষণা করেছে নবান্ন। এই সপ্তাহের দু’দিন ও আগামী সপ্তাহের এক দিন–এই তিনটেই কাজের দিন।

আরও পড়ুনঃ বাংলায় সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে ব্যাঙ্ক

এদিন সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘এই মুহূর্তে সংক্রমণ শৃঙ্খল ভাঙতে লকডাউন জরুরি হয়ে পড়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, কন্টেইনমেন্ট জোনভিত্তিক লকডাউনের সঙ্গে এখন থেকে সপ্তাহে দু’দিন করে সারা রাজ্যেই পুরো লকডাউন সুনিশ্চিত করা হবে। কিন্তু টানা লকডাউন না করে কেন দু’দিন করে লকডাউনের পথে হাঁটছে সরকার?

নবান্ন সূত্রের দাবি, একটানা লকডাউন চলতে থাকলে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড ধাক্কা খাবে। দু’দিন করে গোটা রাজ্যে লকডাউন করলে গোটা রাজ্যের পরিস্থিতি বোঝা যাবে। এই দু’দিন রাজ্যে অফিস, কাছারি কিছু খুলবে না। গণ পরিবহণ বন্ধ থাকবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ও জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ থাকবে। কোন সপ্তাহে কবে লোকজন হবে তা আগে থেকে জানানো হবে না। তবে সেই সপ্তাহের শুরুতে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বিদ্যুৎবিল নিয়ে সিইএসসি পিছু হটতেই ‘কলকাতার জয়’ বলে ট্যুইট অভিষেকের

যদিও এভাবে আচমকা লকডাউন করা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের দাবি, লকডাউনের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কিন্তু আগে থেকে জানা থাকলে সেই মতো কাজ কর্ম ঠিক করে রাখা যায়। যে দিন কাজ থাকবে সে দিন যদি সরকার লকডাউন ঘোষণা করে তা হলে মুশকিল। কিন্তু সরকারের দাবি রাজ্য প্রশাসনের দাবি, অনেক আগে থেকে ঘোষণা করে রাখলে লকডাউনের আসল উদ্দেশ্য সফল হবে না। তবে মানুষের যদি খুব বেশি অসুবিধা না হয়, তার জন্য সপ্তাহের শুরুতেই ঘোষণা করে দেওয়া হবে। এদিন নবান্ন থেকে কয়েকটি হেল্পলাইন নম্বরও জানানো হয়েছে যাতে মানুষ পরিষেবার জন্য যোগাযোগ করতে পারবেন।

প্রকাশিত ফোন নম্বরগুলি নিম্নলিখিত:

Integrated help line (স্বাস্থ্যভবন) : 1800313444222 / 033-23412600

Tele medicine (পরামর্শ) : 033-23576001

Ambulance service (for greater Kolkata) : 033-40902929

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here