ব্যাটারি থেকেই টোটোতে বিস্ফোরন, প্রাথমিক মত বিশেষজ্ঞদের

0
48

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ব্যাটারি থেকেই চলন্ত টোটোয় বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিক অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। চালকের আসনের নীচে থাকা দুটি ব্যাটারি থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞ দলের সদস্যদের। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ব্যাটারি দুটির নুমনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। এ ছাড়া ঘটনাস্থলে পড়ে থাকা তরলের নমুনাও নেওয়া হয়েছে। টোটোর ছবি তুলে রাখেন ফরেন্সিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা।

Garbage | newsfront.co
তদন্ত। নিজস্ব চিত্র

তদন্তকারীদের দাবি, বিস্ফোরণে টোটোটি ধনুকের মতো বেঁকে গিয়েছে। টোটোর মাঝের অংশটি একেবারে বসে গিয়েছে। ব্যাটারি থেকে বিস্ফোরণ হলে তার অভিঘাত কত হতে পারে তা দেখার জন্য দুটি অন্য টোটো পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুনঃ চলন্ত টোটোতে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন চালকের দেহ

বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ শহরের ঘোড়াপীর এলাকায় চলন্ত টোটো বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান কালিয়াচকের সুজাপুরের চালক মহম্মদ ইলিয়াস শেখ। তাঁর মাথা ছিটকে যায় ১০ মিটার দূরে। হাতের অংশ ছিটকে গিয়ে পড়ে ১৫ ফুট দূরে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকার পাকা বাড়িও।

আরও পড়ুনঃ বালি খাদান চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই গ্রাম

টোটোর ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছিল পুলিশ। পুলিশের ব্যাটারি বিস্ফোরণের মতেই প্রাথমিক ভাবে সায় দিয়েছে ফরেন্সিক দল। যদিও ঘটনার ফরেন্সিক রিপোর্ট আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here