টোটোয় নাভিশ্বাস বর্ধমানের

0
113

সুদীপ পাল,বর্ধমানঃ

toto breath in burdwan
নিজস্ব চিত্র

যানজট যত নিয়ন্ত্রণে থাকে সেজন্য পুরসভা নির্দেশ দিয়েছিল যে, বর্ধমান শহরের রাণীগঞ্জ বাজারের চৌমাথার পরে আর টোটো যেতে পারবে না। কিন্তু অনেক সময়ই দেখা যায় পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে টোটো চলাচল করছে। এলাকাবাসীর মতে এই রাস্তায় টোটো চলাচল স্বাভাবিক হয়ে পড়ছে। বর্ধমানের বাসিন্দা অরুণাংশু শীল বলেন, ‘টোটোর উপর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ দরকার, না হলে টোটোতে নাভিশ্বাস হয়ে উঠছে বর্ধমানের। যেসব রাস্তাগুলিতে টোটো নিয়ন্ত্রণ রয়েছে অনেক সময় দেখা যায় সেগুলিতে টোটো অবাধ ভাবে যাতায়াত করছে। পুলিশ প্রশাসন নজর দিচ্ছেন না।’ টোটো নিয়ন্ত্রণের জন্য বর্ধমান পুরসভার তরফে তোর জন্য নির্দিষ্ট রাস্তা বাতলে দেওয়া হয়েছে। তারপরেও কেন টোটো চালকরা সেগুলি মানছেন না তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও সব টোটো চালক কি এটা করেন এমনটা মানছেন না রথতলার ঝন্টু পাল। তিনি বলেন, ‘কয়েকজন টোটো চালকের জন্য এই সমস্যা হচ্ছে। সবাই যদি নিয়ম মেনে চলে তাহলে যানজট কেমন হবে না সে রকমই পুরো ব্যবস্থাটি নিয়ন্ত্রণে থাকবে।’ বর্ধমান পুরসভার তরফে বিষয়টি দেখা হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: বিধাননগরে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here