টোটো থেকে ই রিক্সায় পরিবর্তন,বৈধ কাগজ ও বীমা বাধ্যতামূলক

0
336

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

toto change to e rickshaw | newsfront.co
নিজস্ব চিত্র

টোটোর পাশাপাশি বে-আইনিভাবে ই-রিক্সা চলাচল রুখতে কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশ অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন।অবশেষে আদালতের নির্দেশ মেনে এখন টোটো হয়ে যাচ্ছে ই রিকশা।

আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভা গৃহে জরুরী ভিত্তিতে একটি সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, বিডিও এবং বিভিন্ন রাজনীতি দলের প্রতিনিধিদের নিয়ে।

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

সেখানে আলোচনা চক্রে কালিয়াগঞ্জ এর বিডিও প্রসুন কুমার ধারা জানান,কালিয়াগঞ্জে গ্রামে গঞ্জে যেভাবে টোটো চলাচল করছে তা মোটেও বৈধ ভাবে চলাচল করছে না।

সেই টোটো গুলো একদিকে যেমন তাদের কোনো লাইসেন্স থাকছে না চলাচলের ক্ষেত্রে তেমনি থাকছে না তাদের কোন বৈধ ইন্স্যুরেন্সের কাগজপত্র। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা হলে সেই টোটো তে চলাচল যাত্রীরা পাচ্ছে না কোন বীমার সুবিধা।

আরও পড়ুনঃ প্রশাসনিক আশ্বাসের পরেও বিক্ষোভ টোটো চালকদের, আক্রান্ত পুলিশ কর্মী

Panchayat president | newsfront.co
দীপা সরকার,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি।নিজস্ব চিত্র

এমন অবস্থায় মধ্যে দীর্ঘদিন ধরে টোটো চলাচল করার পর অবশেষে হাইকোর্ট একটি নির্দেশ করে বলে এখন থেকে সমস্ত টোটোকে বৈধ কাগজপত্র করতে হবে।

এই নির্দেশ জারির পরে কালিয়াগঞ্জ এর ব্লগ প্রশাসন জানিয়ে দেয় আজকে তাদের মিটিংয়ে যে এখন থেকে সমস্ত টোটো কে ই রিকশাতে কনভার্ট করতে হবে। নচেৎ টোটোর মালিকরা রাস্তাতে তাদের টোটো চালাতে পারবে না।

owner of toto | newsfront.co
টোটোর মালিক।নিজস্ব চিত্র

পাশাপাশি বিডিও আরো জানান ই রিক্সা হওয়ার পর একদিকে যেমন সেই ই রিকশাতে যে সমস্ত প্যাসেঞ্জার উঠবে তাদের যেমন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকবে। কারণ এখন থেকে ই রিক্সা একদিকে যেমন বীমার সুবিধা থাকবে তেমনি নির্দিষ্ট রুটে এই সমস্ত ই-রিক্সা গুলি চলাচল করবে।

অপরদিকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানান, আগামী দিনে যাতে কালিয়াগঞ্জ ব্লক এর ৮ টি অঞ্চলের যে সমস্ত টোটোর মালিকরা তারা যাতে তাদের টোটোর পরিবর্তে সেই টোটো কে ই রিকশা তে পরিণত করে সেই জন্য তাদের নিয়ে বসার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন এখন যেভাবে টোটো গুলো চলাচল করে তাদের প্রত্যেকেরই কোন ইন্সুরেন্স নেই।

আগামী দিনে টোটোর পরিবর্তে ই রিক্সা হলে এই সমস্যা দূর হবে। কারণ তখন ই রিক্সা র ড্রাইভার থেকে শুরু প্যাসেঞ্জার রাও পাবে কোন দুর্ঘটনা ঘটলে বীমার সুবিধা।

তাছাড়া এই ই রিকশা গুলো চলবে নির্দিষ্ট রুট মেনেই। তিনি বলেন আর পাঁচটা যানবাহন কে যেমন সরকারের পরিবহন দফতরের নির্দেশনাবলী মেনে চলতে হয় ঠিক তেমন ভাবেই এবার থেকে এই রিক্সা গুলিকেও তা মেনে চলতে হবে।

জেলা পরিষদের সদস্য দধি মোহন দেব শর্মা জানান , রাজ্য সরকার যেভাবে একই ছাতার তলে রাজ্যের সব পরিবহন ব্যবস্থা কে আনতে চায় তা খুবই ভালো উদ্যোগ।

তিনি বলেন টোটোর পরিবর্তে ই রিক্সা চালু হলে সাধারণ মানুষ থেকে ই রিক্সা র মালিক সকলেই তার সুফল পাবে।তিনি জানান বর্তমানে কালিয়াগঞ্জ ব্লকে প্রথম ধাপে ৩২২টি টোটোকে ই রিকশা তে পরিণত করা হবে।

পরবর্তী পর্যায়ে আরো যে সমস্ত টোটো রয়েছে সেগুলো কেও একি ভাবে ই রিকশা তে কনভার্ট করা হবে।তিনি বলেন যে সমস্ত বেকার যুবকরা এই টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছে তাদের যাতে কোন অসুবিধা না তার জন্য রাজ্যের পরিবহন দফতর সদা সতর্ক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here