স্পেনে দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশগ্রহনে প্রস্তুতি টোটনের

0
247

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
আজকাল জিম ও বডিবিল্ডিং নিয়ে চারদিকে এক উন্মাদনা রয়েছে।আর পেশাদার বডিবিল্ডার যখন সামনেই তখন ইন্সপায়ার না হয়ে উপায় কি?উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গোয়ালপাড়ার টোটন পাল এখন জেলার গর্ব ।স্পেনের আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় সুযোগ পেল টোটন।

Toton going Spain For body building competition
নিজস্ব চিত্র

এবিষয়ে টোটন পাল বলেন ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশনের আন্তর্জাতিক প্রতিযোগীতায় যাবার জন্য নয়া দিল্লিতে আয়োজিত সিলেকশন ট্রায়ালে আম্বার প্রিক্স মিস্টার ইন্ডিয়ার পারফর্মেন্সের ভিত্তিতে তিনি নির্বাচিত হন।আগামী সেপ্টেম্বর মাসে এই প্রতিযোগিতা স্পেনে অনুষ্ঠিত হবে।টোটন জানায় সে আশাবাদী।একটা কিছু সে করবেই বলে তার দৃঢ় বিশ্বাস রয়েছে।তিনি আরও বলেন সিলেকশন ট্রায়ালে ৫ ফুট ৭ইঞ্চি উচ্চতার বিভাগে ৭৫।জনের মধ্যে থেকে মাত্র ৬ জনকে বেছে নেওয়া হয়।তার মধ্যে তিনিও একজন।টোটন পাল বলেন তিনি গুরগাঁওয়ে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থায় কাজ করে।প্রতিদিন নিয়মিত ২.৩০ঘন্টা করে জিম করেন।গত মার্চ মাসে গুরগাঁওয়ে সর্বভারতীয় পর্যায়ে বডি বিল্ডিং প্রতিযোগীতায় মোট ৬৩জনকে ডিঙিয়ে প্রথম হবার সুবাদে মিস্টার নর্থ ইন্ডিয়া খেতাব পেয়েছেন।এ ছাড়াও ২০১৬ তে মুম্বাইতে জয়ী হয়েছিলেন ফিট ইন্ডিয়া খেতাব।২০১৫তে ম্যাসলম্যান ইন্ডিয়া প্রতিযোগিতায় দেশের সেরা দেহের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন।টোটন পাল বলেন, “ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন প্ৰতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।এই জায়গায় যোগ্যতা অর্জন করতে পেরে আমি গর্বিত।”

আরও পড়ুনঃ সিনিয়ার স্টেট রাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা রায়গঞ্জে

স্পেনে আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগীতায় ছেলে সুযোগ পাওয়ায় বাবা রানাদা পাল খুব খুশী হয়েছেন বলে জানান।এই প্রতিযোগিতায় জেতার জন্য টোটন পাল যথেষ্ট পরিশ্রম করছেন বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here