বাঁকুড়ায় পর্যটন উৎসব

0
105

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

জেলায় পর্যটন শিল্পের বিকাশে প্রাচীন মন্দির নগরী বিষ্ণুপুরে শুরু হলো তিনদিনব্যাপী পর্যটন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক ডঃ উমাশঙ্কর, বিষ্ণুপুর মহকুমা শাসক মানস মন্ডল, পঞ্চায়েত মন্ত্রী শ্যামল সাঁতরা, সাংসদ সৌমিত্র খাঁ, ওন্দার বিধায়ক অরূপ খাঁ, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য্য প্রমুখ ব্যক্তিবর্গ।

উৎসবের প্রাঙ্গনে প্রাচীন নগরী বিষ্ণুপুরের হস্ত শিল্পীদের হাতের ছোঁয়া বিভিন্ন কারুকার্যের প্রদর্শন সাজিয়ে হাজির হয়েছিলেন বহু শিল্পীরা। একই সাথে বিভিন্ন স্টলে শিল্পীরা হাজির হয়েছিলেন বিষ্ণুপুর বিখ্যাত বালুচুরি ও স্বর্ণচুড়ি শাড়ি, বিষ্ণুপুরি লন্ঠন এবং টেরাকোটার বিভিন্ন দ্রব‍্য সামগ্রীক সাজিয়ে। প্রায় কুড়ি টির ও বেশি স্টল রয়েছে প্রথমবার বিষ্ণুপুরে আয়োজিত এই পর্যটন মেলায়। ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য এই মেলায় রয়েছে স্পট বুকিং এর মাধ্যমে বিভিন্ন আকর্ষনীয় পর্যটন কেন্দ্রগুলি জানার এবং ভ্রমণ করার সুযোগ।

নিজস্ব চিত্র

প্রতিবছর বিষ্ণুপুরে ডিসেম্বর মাসে আয়োজিত হয় আন্তর্জাতিক মেলা। সেই মেলায় উপস্থিত হয় বিভিন্ন খ্যাতিসম্পন্ন শিল্পীরা। মেলা চলে বেশ কিছুদিন ধরে। সেই মেলার আগে এদিনের পর্যটন উৎসব ঘিরে বিষ্ণুপুরবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ঝা চকচকে বিভিন্ন রঙিন আলোর রঙীন সাজে আলোকিত হয়ে ওঠে বিষ্ণুপুর নগরীর হাইস্কুল প্রাঙ্গন। প্রথম দিনের এই পর্যটন উৎসবে সামিল হওয়া পর্যটকরা জানান প্রথমবার আয়োজিত এই উৎসব তাদের কাছে এক আলাদা মাত্রা এনে দিয়েছে। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পের কাজ এই পর্যটন মেলার প্রদর্শনীর মাধ্যমে দেখার সুযোগ মিলবে।। এই মেলাকে ঘিরে তারা খুবই আনন্দিত এবং উৎসাহিত।

পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন বাংলার তথা ভারতবর্ষের বিভিন্ন পর্যটন গুলি মধ্যে বিষ্ণুপুর নগরী এক আকর্ষণীয় ও দর্শনীয় স্থান।এখানকার টেরাকোটার অপূর্ব সুন্দর মন্দিরকে সামনে রেখে পর্যটন শিল্পের প্রসারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখান থেকেই সহজে মুকুটমনিপুর, শুশুনিয়া, বিহারীনাথ পাহাড় বা জয়পুর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের সুযোগ সুবিধা আছে। বিষ্ণুপুরকে কেন্দ্র করেই ব্যাপক পর্যটন সম্ভাবনা আছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ বনধের দিনে এলোপাথাড়ি গুলিতে খুন ব্যবসায়ী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here