খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবিধানের চতুর্থ স্তম্ভ

0
38

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

আবারও খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। লকডাউন আর করোনা আতঙ্কের মাঝে হোটেল ব্যবসায় চূড়ান্ত মন্দা চলছে। এমনই পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে গিয়েছিলেন জনা কয়েক সাংবাদিক।

journalist | newsfront.co
আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মী। নিজস্ব চিত্র

কিন্তু সেই সময় একটি হোটেলের ছবি করতে গেলে আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানে থাকা একাধিক পর্যটকরা। প্রথমেই ওই সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়। এরপর তাদের ধরে বেধড়ক প্রহার করে পর্যটকদের একাংশ বলে অভিযোগ।গুরুতর জখম হয়েছেন পূর্ব মেদিনীপুরের সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ অন্যান্য সহকর্মীরা।

আরও পড়ুনঃ নিউ আলিপুরের বিলাসবহুল আবাসনে রহস্য মৃত্যু নিরাপত্তাকর্মীর

গুরুতর জখম হয়ে বেশ কিছু সময় রাস্তাতেই পড়ে থাকেন এক সংবাদমাধ্যমের কর্মী। তার অভিযোগ, অভিযুক্ত পর্যটকরা তাকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল, টাকা পয়সা ছিনতাই করেছে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে সরব হয়েছে পূর্ব মেদিনীপুরের সাংবাদিকমহল। ঘটনাটি নিয়ে পুলিশের সর্বস্তরেই আবেদন জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here