নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনা মোকাবিলায় দীর্ঘদিন লকডাউন থাকার পর ধীরে ধীরে খুলতে শুরু করেছে পর্যটন স্থান গুলি। পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমনি এলাকা অবশেষে খুলে দেওয়া হল। তবে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনেই চলবে পর্যটন স্থান গুলি।

পর্যটন স্থানগুলোতে যে সমস্ত হোটেল রেস্তোরাঁগুলি রয়েছে, তা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে হবে। শুধু তাই নয় যে সমস্ত পর্যটক আসবেন, তাদের জীবাণুমুক্ত করা হবে। অন্যদিকে তাদের সঙ্গে থাকা জিনিসপত্রগুলিকেও জীবাণুমুক্ত করা হবে।
আরও পড়ুনঃ কুলিক বনাঞ্চলে সমীক্ষা শুরু, মিলল বিরল প্রজাতির উদ্ভিদ
অন্যদিকে হোটেলে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং করা হবে পর্যটকদের। থার্মাল স্ক্রিনিংয়ের সময় যদি কোন সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে সেই পর্যটককে হোটেলের রুম দেওয়া হবে না। পাঠানো হবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পর্যটন কেন্দ্রগুলো খুলে যাওয়ায় আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করেছে জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত পর্যটকদের। পর্যটকরা আসতে শুরু করায় খুশি স্থানীয় দোকানদাররা। এক কথায় বলা যেতে পারে, দীর্ঘ লকডাউন কাটিয়ে ওঠার পর অবশেষে ছন্দে ফিরতে শুরু করেছে পর্যটন কেন্দ্র গুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584