দু’মাস পরে ঝাড়গ্রামে খুলছে পর্যটন কেন্দ্রগুলি

0
80

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

দু’মাস পরে ঝাড়গ্রাম জেলায় পর্যটকদের জন্য খুলছে সরকারি অতিথিনিবাস।ঝাড়গ্রাম জেলায় বন উন্নয়ন নিগমের তিনটি প্রকৃতি পর্যটনকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঝাড়গ্রাম শহর লাগোয়া বাঁদরভুলা প্রকৃতি পর্যটনকেন্দ্র এবং ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রদু’টি আগামী ৮ জুন থেকে খোলা হচ্ছে।

cottage | newsfront.co
নিজস্ব চিত্র

উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে সেখানে পর্যটকেরা থাকতে পারবেন। তবে হাতিবাড়ির প্রকৃতি পর্যটনকেন্দ্রটি কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় সেটি এখন চালু করা সম্ভব হচ্ছে না। ৮ জুন থেকেই নিগমের ওয়েবসাইটে অনলাইনে বুকিং করা যাবে। ঘর খালি থাকলে ‘স্পট বুকিং’ও করা যাবে।

cottage | newsfront.co
নিজস্ব চিত্র

প্রকৃতি পর্যটনকেন্দ্র দু’টিতে থাকার জন্য, পর্যটকদের করোনা নিয়ন্ত্রণের সমস্ত সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। পর্যটকদের ঘর দেওয়ার আগে থার্মাল স্ক্রিনিং করা হবে। পর্যটকদের প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে।

আরও পড়ুনঃ নিজ কেন্দ্রে ঝটিকা সফর তৃণমূল সাংসদের

Jhargram | newsfront.co
নিজস্ব চিত্র

পর্যটক চলে যাওয়ার পরে সেই ঘরটি জীবাণুমুক্ত করে তবেই অন্যকে ফের থাকতে দেওয়া হবে। নিগম সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের জ্বর-সর্দি থাকলে অবশ্য অগ্রিম বুকিং থাকলেও ঘর দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here