নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দীর্ঘ আট মাস ধরে মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন থাকার কারণে বন্ধ ছিল মেলা – খেলা থেকে শুরু করে বাড়ির বাইরে বেরোনো। তবে স্বাস্থ্যবিধি মেনে হিন্দু সমাজের বিভিন্ন পুজো আর্চনা থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের মানুষের বিভিন্ন উৎসব সংকীর্ণ করে দেওয়া হয়েছিল।
কিন্তু তারই মাঝে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডে। এই দিনটিতে যেমন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করে, পাশাপাশি এই জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নানাবিধ উৎসবে মেতে থাকে।
পূর্ব মেদিনীপুর জেলার দীঘা-সমুদ্র-সৈকত এলাকায় দেখা গেল এমন চিত্র। ২৫ শে ডিসেম্বর উপলক্ষে জমজমাট সমুদ্রসৈকত। পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্যের বহু পর্যটক ইতিমধ্যেই ভিড় জমিয়েছে সমুদ্র সৈকত এলাকায়।
আরও পড়ুনঃ বড়দিনে পিকনিকের আমেজে মাতল দক্ষিণ ২৪ পরগনার আট থেকে আশি সকলেই
এদিন এক পর্যটক বলেন, “দীর্ঘদিন করোনা আবহের কারণে সমুদ্র সৈকতের মজা নেওয়ার সুযোগ হয়নি, অবশেষে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে স্বাভাবিক হতে চলেছে রাজ্য, তারই মাঝে আনন্দ টাকে উপভোগ করার জন্য সমুদ্র সৈকতে পাড়ি দিয়েছি।” যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের নজর ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584