পুজোর আগেই এনজেপি-দার্জিলিং রুটে চালু হবে টয় ট্রেন পরিষেবা

0
154

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

পুজোর আগেই পর্যটকদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে এনজেপি-দার্জিলিং রুটের টয় ট্রেন পরিষেবা। করোনা পরিস্থিতির জেরে ২০২০ সালের ২২ মার্চ থেকে বন্ধ রয়েছে এই পরিষেবা। গত বছর ডিসেম্বরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দার্জিলিং ও ঘুমের মধ্যে জয় রাইড পরিষেবা চালু হয়। কিন্তু বন্ধই ছিল এনজেপি-দার্জিলিং পরিষেবা। সেইসময় মূলত পাগলাঝোরার কাছে ধসের জেরে এই রুটে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল।

Darjeeling Toy Train
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

চলতি বছরেও ধসের জেরে ক্ষতিগ্রস্থ হয় টয় ট্রেন লাইন। এরপরই লাইনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতি দ্রুত শেষ করার দিকে নজর দেয় রেল। সেইমতো কয়েকদিন আগেই লাইন ঠিক করেছে রেল। এখন শুধু পরিষেবা চালু হওয়ার অপেক্ষা।

উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, সব ঠিক থাকলে ২৫ অগাস্ট থেকে ওই রুটে চালু হচ্ছে টয় ট্রেন। এখন শিলিগুড়ি জংশনের কারশেডে চলছে তারই প্রস্তুতি। আপাতত এনজেপি থেকে একটি ট্রেন যাবে দার্জিলিংয়ে। আবার অন্য একটি ট্রেন নেমে আসবে। নতুন করে চালুর আগে প্রচার এবং চার্টার্ড পরিষেবায় ছাড় দেওয়ার চেষ্টা করছে রেল।

আরও পড়ুনঃ কৃষকদের আন্দোলনে রাস্তা অবরোধ যেন না হয়, দায়িত্ব নিতে হবে সরকারকেঃ শীর্ষ আদালত

প্রসঙ্গত, ২০২০-র ২২ মার্চ থেকে কোভিডের কারণে বন্ধ হয়ে যায় টয় ট্রেন পরিষেবা। প্রায় ৯ মাস পর গত ডিসেম্বরে দার্জিলিং ও ঘুমের মধ্যে জয় রাইড চালু হয়। ফের চলতি বছরের করোনার দ্বিতীয় ঢেউ ও ধসের জেরে বন্ধ হয়ে যায় ওই পরিষেবা। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা সরে যেতে এবং লাইন সারানো হলে গত ১৬ অগাস্ট থেকে ফের চালু হয়েছে জয় রাইড পরিষেবা। ধীরে ধীরে বাড়ছে ভিড়ও।

আরও পড়ুনঃ পুজোর পরে খুলতে পারে স্কুল, ইঙ্গিত নবান্নের

এবার এনজেপি ও দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আর পাহাড়ে টয় ট্রেন পরিষেবা দেশ-বিদেশের পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়। ফলে ফের এই পরিষেবা চালু হওয়ায় টিকিটের চাহিদা আরও বাড়বে বলেই আশাবাদী রেলকর্তারা। টয় ট্রেন চালুর খবরে খুশি পর্যটন ব্যবসায়ীরা। পুজোর মরসুমের আগে পরিষেবা চালু হওয়ায় পর্যটন শিল্পেও প্রসার বাড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here