নিজস্ব সংবাদদাতা, মালদাঃ লারি চালকদের প্রতি দুষ্কৃতি দৌরাত্ম্য এর বিরুদ্ধে এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবীতে লরি চালকদের অবরোধ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। ফের দুষ্কৃতীদের দৌরাত্ম্য মহদীপুর সীমান্তে। সোমবার ভোরে এক পণ্যবাহী লরির চালক ও খালাসিকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সুস্তানিমোর এলাকায় ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন লরি চালক,খালাসী এবং মালিকরা। দুষ্কৃতীদের দৌরাত্ম্যর প্রতিবাদে সকাল থেকেই সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ রাখে লরিচালকরা। সোমবার সকাল থেকে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ লরি চালকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। বারবার বলা সত্ত্বেও বিক্ষোভকারীরা অবরোধ তোলেননি । এরপর বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ ও শূন্যে গুলি ছোঁড়ে বলে অভিযোগ।শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584