সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বাড়ি ফেরার পথে আটকে গুলি।দক্ষিণ ২৪ পরগণার নোদাখালি থানার বুড়ুল কলেজ মোড়ের গোষ্ঠের তলার ঘটনা।গতকাল রাতে বুড়ুলে চাঁদুয়ার মোড় থেকে চা খেয়ে বাড়িতে ফিরছিলেন সত্যেন দাস (বাবুয়া)।
কলেজ মোড়ের গোষ্ঠতলাই ঠিক রাস্তার মাঝে গ্যাস কোম্পানির কাছে এক জন দুষ্কৃতী পথ আটকে গান পয়েন্ট রেখে ৩ টি গুলি করে।২ টি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।আর একটি গুলি কোমরে লাগে।গুলির আওয়াজ ও গুলিলাগা ব্যক্তির চিৎকারে ছুটে আসে স্থানীয়রা।এলাকার মানুষ জন দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে,তবে লাভ হয়নি অন্ধকারে গা ঢাকা দেয় দুষ্কৃতী।
আহতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি নার্সিংহোম নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।আহত ব্যক্তির স্ত্রীর সুমনা দাসের বক্তব্য গুলি বৃদ্ধ ব্যক্তির নাম সত্যেন দাস ওরফে বাবুয়া (৫৫)।
তিনি জমি কেনা বেচার কাজ করতেন।পুরো বিষয়টি তদন্তে করে দেখছেন নোদাখালি থানার পুলিশ।এখনো এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি।গুলিবিদ্ধ ব্যক্তির স্ত্রীর বক্তব্য যে কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যাইনি।লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ মিড ডে মিল খেয়ে অসুস্থ বাঘনাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ পড়ুয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584