সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের আউসগ্রাম ২ এর জঙ্গলঘেরা কালিকাপুর গ্রাম।সেখানেই তিনশো পঞ্চাশ বছর চক্রবর্তী পরিবারে পূজো হচ্ছে বাগালে কালীর। পরিবারের বর্তমান সদস্যরা জানান,শিক্ষা দীক্ষার অপ্রতুলতার জন্য গ্রামের অল্প বয়সী ছেলেরা গোচারণের জন্য বনের মধ্যে যেত। খেলার ছলে তারা কালী পুজো করে এবং পাশের ডোবার মধ্যে থাকা চ্যাং মাছ বলি দেয় দেবীর সামনে।
পরবর্তীকালে ছাগ বলি প্রথা চালু হলেও প্রাচীন এই রীতি রয়েই গেছে।বর্তমানে দেবীর অন্নভোগের সাথে চ্যাং মাছ ভাজা দেওয়া হয়। গ্রামে অন্যান্য কালী পুজোর সাথে বলি নিয়ে বাগালে কালীর রয়েছে সম্পর্ক।বাগালে কালীর বলি আগে হবে না পরে হবে তা নিয়ে রয়েছে নিয়ম।
আরও পড়ুনঃ পূর্ব পুরুষের আত্মার শান্তির কামনায় জ্বালানো হচ্ছে যম প্রদীপ
বর্তমানে চক্রবর্তী পরিবারের চার সদস্য এই পুজোর আয়োজন করেছেন।অন্যতম শরিক জগবন্ধু চক্রবর্তী, ভবানীপ্রসাদ চক্রবর্তীরা বলেন, সাড়ে তিনশো বছরের প্রাচীন এই পুজোয় অতীতের রীতি মেনেই আয়োজন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584