পিয়ালী দাস,বীরভূমঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বেশি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ৷ তবে শান্তিনিকেতনে সমাবর্তন ও বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে হাজির থাকছেন তিনি ৷ কিন্তু হাতে সময় কম ৷ তাই সমাবর্তন অনুষ্ঠানে হল কিছু কাটছাঁট ৷ বরং শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক একান্ত বৈঠকের সময় বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদি ৷
আর প্রধানমন্ত্রী সচিবালয়ের অনুরোধেই বিশ্বভারতীর সমাবর্তন থেকে এ বছরের মতো বাদ গেল দেশিকোত্তম, অবনগগন ও রথীন্দ্র পুরস্কার বিতরণ কর্মসূচি ৷
কারণ, দুই অনুষ্ঠান শেষে রথীন্দ্র সভাগৃহে একান্তে বঙ্গবন্ধু-কন্যার সঙ্গে দুই দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী। দেশের সংসদ নির্বাচনের আগে শেষবার ভারত সফরে একান্ত বৈঠকে তিস্তার জলবণ্টন, সীমান্ত বাণিজ্য, রোহিঙ্গা-প্রত্যাবর্তন ও জঙ্গি দমনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মোদির পূর্ণ সমর্থন চাইতে পারেন বঙ্গবন্ধু-কন্যা। উলটোদিকে চিনের দিকে ‘ঝুঁকে’ যাওয়া বাংলাদেশকে পুরোপুরি নিজেদের কবজায় নিয়ে আসতে এই একান্ত বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি।
ফিচার ছবি সংগৃহীত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584