নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রতি বছরের ন্যায় এবছরও অম্বুবাচি তিথির শেষে মধ্য কামাখ্যাগুড়ির আদি কামাখ্যাধামে দেবী কামাখ্যার পুজো অনুষ্ঠিত হয়।
পুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল।
এলাকার প্রবীণ ব্যক্তিদের মুখে শোনা যায়,এই কামাখ্যাধামের নাম অনুসারে কামাখ্যাগুড়ি জনপদের নামকরণ হয়েছে।মূলত কোচ-রাভা সম্প্রদায়ের মানুষেরা এই পুজোর আয়োজন করে থাকেন।
বৃহস্পতিবার দেবীর পুজো উপলক্ষ্যে মন্দিরের সামনে মেলা বসে।এলাকার বাসিন্দারা মন্দির কমিটির মাধ্যমে প্রতিবছর নিয়ম নিষ্ঠা সহকারে পুজো করে আসছেন।
এলাকার বাসিন্দারা জানান, এখানে দেবী জাগ্রত।তাই মনস্কামনা পূরণের আশায় প্রতিবছর বহু মানুষ দূরদূরান্ত থেকে এখানে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুপুরের পর থেকেই ভিড়ে ঠাসা ছিল মন্দির প্রাঙ্গণ।
আরও পড়ুনঃ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় নজরুল জন্মজয়ন্তী পালন রায়গঞ্জে
অতীতে এই পুজো ও মেলা কোচ রাভা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সকল সম্প্রদায়ের মানুষ এই মেলা আনন্দে শামিল হন। বর্তমানে এটি একটি ঐতিহ্যবাহী মেলা হিসেবে পরিচিত।দর্শনার্থীরা দেবী মায়ের কাছে মানত করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584