প্রতিমাসজ্জা আলো আর থিমে জমজমাট কালনা

0
329

শ্যামল রায়,কালনাঃ

কালনার ঐতিহ্যশালী সরস্বতী পুজো ঘিরে প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখল দর্শনার্থীরা।বড় বড় মন্ডপ আর বিভিন্ন থিমের পুজো দেখতে দূর-দূরান্ত থেকেও কালনায় আসেন দর্শনার্থীরা।এক দিনের পুজো হলেও কালনার বড়ো মণ্ডপ গুলিতে চারদিন ধরে চলে এই উৎসব।

Traditional Saraswati Pujo at Kalna
নিজস্ব চিত্র

তবে,মাধ্যমিক পরীক্ষা থাকায় এবার পুজোর মধ্যে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হওয়ায় অনেকেই মনমরা।প্রতিমায় বৈচিত্র্য ও আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ রয়েছে শিব মন্দির সংলগ্ন স্পুটনিক ক্লাবে। এবার তারা সুবর্ণ জয়ন্তীবর্ষে পা রেখেছেন।তাই অনুষ্ঠানের মধ্যে রয়েছে বৈচিত্র্য। গুজরাটের স্বামী নারায়ন মন্দিরের আদলে অপূর্ব সুন্দর হস্তশিল্প ও নৈপুন্যের ছোঁয়ায় মণ্ডপ তৈরী হয়েছে জাপটের যুগেরদীপ ক্লাবের। কৃষ্ণনগরের দেবী প্রতিমা ও আলো বিশেষ আকর্ষণ।

Traditional Saraswati Pujo at Kalna
নিজস্ব চিত্র

বিশাল এলাকা জুড়ে মাতৃগর্ভে শিশু,সন্তান পালন ও পরবর্তীতে বার্ধক্যে মায়েদের করুন পরিনতি। খুবই মর্মস্পর্শি  থিম ‘ইতি তোমার মা’ এই থিমেই সেরা হবার দৌড়ে এগিয়ে থাকবে বলেই মনে করছেন নিউ ফরোয়ার্ড ক্লাবের উদ্যোক্তারা।নারী নির্যাতন, ভাগাড়ের মাংস কাণ্ড সহ বিভিন্ন আদিম ও বর্তমান সভ্যতার চালচিত্র তুলে ধরা হয়েছে অগ্নিবীনা ক্লাবে। প্রতিমায় রয়েছে বৈচিত্র্য।মানবিকতা থিমে দর্শকদের মন জয় করবেন বলেই মনে করছেন জাপট কালীতলা নেতাজী তরুন সংঘ।প্লাইউড দিয়ে তৈরি মন্দিরের আদলে বিশাল মণ্ডপ ‘বাহুবলী’ থিম শোভা পাবে শ্বাসপুর শীতলাতলা সংঘে।তারাপীঠের মন্দিরের আদলে মণ্ডপ তৈরী করেছেন বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি।প্রতিমায় বৈচিত্র ও আলো পুজোর বিশেষ আকর্ষণ। প্রতিবছরই আলোর রোশনাইয়ে দর্শকের মন কেড়ে নেয় ফটকদ্বারের বলাকা।এবারও তাদের আলোয় থাকছে নতুনত্ব।লক্ষ্মণপাড়ার গোলক সমিতির এবারের থিম মৎসকন্যা।জুবলিস্টার ক্লাবের এবারের থিম ‘দেবভূমি হিমাচল’।মণ্ডপের ভিতরে দেবদেবী দর্শণ দর্শকদের আলাদা পাওনা।যা দর্শকদের মন জয় করতে পারবে বলে উদ্যোক্তাদের দাবী।শহরতলির স্বাধীন সংঘের থিম অমৃতসরের রাবণ বধে রেল দুর্ঘটনা।এছাড়াও আমলাপুকুরের ইয়ংবয়েজ, জাগরণী,গৌরাঙ্গ সমিতি,সমাপ্তি সংঘ লিচুতলা,ওয়ান্টেড বয়েজ,শান্তিসংঘ নবরুপা,উত্তর গোয়াড়া,বারুইপাড়া বারোয়ারি, শান্তিসংঘ,নটরাজল শিব সংঘ,দীপালি সংঘে দর্শকদের ভিড় উপচে পড়েছিল।

Traditional Saraswati Pujo at Kalna
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কালনায় বাগদেবী আরাধনা ঘিরে চলছে জোর প্রস্তুতি

শহর ও শহরতলীতে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট কড়া নজরদারি ও মুড়ে ফেলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here