দেবীর পুজোয় বাহান্ন সের চালের ভোগ

0
84

সুদীপ পাল,বর্ধমানঃ

পূর্ব বর্ধমানের গলসি ১ মানকরের অন্যতম প্রাচীন দুর্গাপূজা পালবাড়ির।কথায় আছে,’পাল ভটচার্য খাঁ, তিন নিয়ে মানকর গাঁ।’স্থানীয় সূত্রে জানা যায়,মানকরের প্রতিষ্ঠার সময় থেকেই এই দেবী পূজিতা হচ্ছেন।প্রাচীনত্বে এই পূজা সাড়ে তিনশ বছর অতিক্রম করেছে।এই প্রজন্মের সমর পাল,তুষার পাল প্রমুখরা পুজোর আয়োজন করেন।তুষার পাল বলেন,প্রাচীন প্রথা মেনে দেবীকে বাহান্ন সের চালের ভোগ নিবেদন করা হয়।

নিজস্ব চিত্র

আছে বলি প্রথা।তমাল পাল বলেন, ঐতিহ্যবাহী রীতিগুলির মধ্যে অন্যতম হল একাসনে বসেই অষ্টমী পূজো,সন্ধি পূজো এবং নবমী পূজো ও ভোগ নিবেদন করা হয়।পূজক আসন ছেড়ে উঠতে পারবেন না।অষ্টমী পুজোর বলি প্রথা নিয়ে আছে বিশেষ নিয়ম।দেবীকে নানান ব্যঞ্জন দেওয়া হলেও বড়ি পোস্ত অবশ্যই দিতে হয় বলে জানান বাসুদেব পাল।কি ভাবে এই পূজোর প্রচলন তা নিয়ে অবশ্য মতভেদ রয়েছে কেউ বলেন এই বংশের আদি পুরুষ দেবী কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে পুজো শুরু করেন আবার অন্য মতে মানকরের প্রতিষ্ঠার সময় যেহেতু প্রধান ছিলেন পাল,ভট্টাচার্য ও খাঁ এই তিন পরিবার তাই এই পূজা শুরু হয় পাল বংশের খ্যাতি বৃদ্ধির জন্য। তুষার পাল জানান, প্রাচীন এই পুজো এবার পদার্পণ করল একষট্টি বছরে।

আরও পড়ুনঃ খুদে শিল্পীর হাতেই চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here