নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকল মহকুমায় ট্রাফিক গার্ড ব্যবস্থা চালু করল পুলিশ প্রশাসন। বুধবার ডোমকল মহকুমায় ট্রাফিক গার্ডের সূচনা করলেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার ও এসডিও সন্দীপ কুমার ঘোষ। ফিতে কেটে ট্রাফিক গার্ডের সূচনা করেন তিনি। এদিন ডোমকল এসডিপিও অফিসে ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা চালু করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার জানান, ‘প্রাথমিকভাবে ডোমকল পুরসভা এলাকা থেকে কাজ শুরু হচ্ছে। মোট ১০টি জায়গায় ট্রাফিক ব্যবস্থা শুরু করা হল। এর জন্য ৪০ জন সিভিক ভলেন্টিয়ার ও ২ জন পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে।’
আরও পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাজ্যের স্কুল-কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর
ট্রাফিক ইনচার্জ বাদিউজ জামান, ‘ নতুন এই ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এবারে হয়ত ডোমকল বাজার এলাকায় যান নিয়ন্ত্রণে সুবিধা হবে।’ এদিন ট্রাফিক পুলিশের মাধ্যমে সেভ ডাইভ সেভ লাইফের বার্তাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন লালবাগ অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার, ডোমকল এসডিও সন্দীপ কুমার ঘোষ ও ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584