নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে ফের মানবিক চেহারা দেখা গেল মালদহ জেলা ট্রাফিক পুলিশের। বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মালদহ শহরে ফোয়ারা মোড়ে উল্টে যায় যাত্রী বোঝাই একটি টোটো। টোটোতে থাকা ৪ জন যাত্রীই আহত হয়।
ঠিক সে সময় ওখান দিয়েই থানায় যাচ্ছিলেন ট্রাফিক ওসি তরুণ সাহা। গাড়ি থামিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। গুরুতর আহত দুজনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ট্রাফিক ওসি।
আরও পড়ুনঃ শ্রমিকদের অপেক্ষায়, ফের সচল মালদহ টাউন স্টেশন
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ‘লকডাউনে দিনরাত এক করে মানব সেবা করে চলেছেন পুলিশকর্মীরা। এরই মধ্যে আরো একবার মানবিক মুখ দেখা গেল মালদহ জেলা ট্রাফিক পুলিশের। টোটো উল্টে আহত চার যাত্রীর চিকিৎসার ব্যবস্থা এবং তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারের ব্যবস্থা করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা।’ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584