জয়জীবন গোস্বামী, বাঁকুড়াঃ
আজ বাঁকুড়ার মাচানতলায় ট্রাফিক পুলিশের উদ্যোগে শুরু হল ৩১ তম পথ সচেতনতা সপ্তাহ। মাচানতলা থেকে রানীগঞ্জ মোড় হয়ে এক বিশাল র্যালি করে মাচানতলার মোড়ে এসে এই অনুষ্ঠান শুরু হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ডিএসপি, ডিএনটি বিশ্বজিৎ নস্কর, ট্রাফিক ইনচার্জ গৌতম সেন, বাঁকুড়া সদর থানার সেকেন্ড অফিসার দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল সহ প্রশাসনিক কর্তারা।
মানুষকে সচেতন করতে প্রশাসনের এই অভিনব উদ্যোগ বলে জানানো হয়েছে বাঁকুড়া সদর ট্রাফিক দফতরের পক্ষ থেকে। এই পথ সচেতনতা সপ্তাহ চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন চলবে বিভিন্ন সচেতনা মূলক অনুষ্ঠান।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে শাস্ত্রীয় উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব
পথ সচেতনা সপ্তাহ প্রতি বছর রাজ্য জুড়ে পালিত হয়। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য পুলিশের এই অভিনব উদ্যোগ বলে পুলিশ সূত্রে জানা যায়। এ দিন সমস্ত স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা এনসিসি ক্যাম্প, ট্রাফিক পুলিশ-সহ অন্যান্যরা এই র্যালিতে অংশগ্রহণ করেন।
মুখ্যমন্ত্রী ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর যে ব্যবস্হাগ্রহণ করেছেন তাতে পথ দুর্ঘটনা অনেকখানি কমেছে। আমাদের রাস্তাঘাটে চলাফেরার সময়, গাড়ি চালাবার সময় অনেক সচেতন থাকতে হবে।
আরও পড়ুনঃ মেঘ কেটে উঠল রোদ, রাজ্যে নতুন করে শীতের ধুনুচি নাচ
বাইক বা বড় গাড়ি চালাতে গিয়ে যে সব পথ দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশ কারণ হেলমেট ও সিটবেল্ট না পরার কারণে। প্রতিটি মানুষ বাইক বা বড় গাড়ি চালানোর সময় যাতে হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করে তার ব্যবস্হা নেবে প্রশাসন। হেলমেট বা সিটবেল্ট ব্যবহার না করলে প্রশাসন কঠিন পদক্ষেপ গ্রহণ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584